জকিগঞ্জ থানা এলাকা থেকে বিপুল পরিমানের ভারতীয় বিড়ি জব্দ করেছে জকিগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৩ আগস্ট) ভোরে জকিগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল বারহাল ইউনিয়নের শাহবাগ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তা জব্দ করে।
এ সময় তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন-কানাইঘাট উপজেলার আগফৌদ (গাংপার সুরাইঘাট) গ্রামের জালাল আহমদ-এর ছেলে মোঃ আঃ শুকুর (৪৮), নেহালপুর গ্রামের মানিক মিয়ার ছেলে মাহবুব আলম (২৮), একই গ্রামের জহির উদ্দিন উরফে জইনের ছেলে আবু তাহের (২০)।
পুলিশ জানায়, শনিবার ভোরে পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ১নং বারহাল ইউপির অন্তর্গত শাহাবাগ পয়েন্ট এলাকায় চেকপোস্ট বসিয়ে ১টি পিকআপ গাড়ি হতে ৪ লক্ষ ২০ হাজার শলাকা আমদানী নিষিদ্ধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করে। যার আনুমানিক মূল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা। এ সময় হাতেনাতে জড়িত ৩ জনকে আটক করা হয়।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া জানান, এ ঘটনায় জকিগঞ্জ থানার এসআই মাসুদ বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply