জকিগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙ্গনকৃত জনগুরুত্বপূর্ণ ডাইক মেরামত কাজের শুভ উদ্বোধন করেছেন জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী।
শনিবার (১৫ জুন) দুপুরে অবিরাম বৃষ্টির মধ্যে জকিগঞ্জ সদর ইউনিয়নের ছবড়িয়া ও জকিগঞ্জ পৌর এলাকার নরসিংহপুর গ্রামে ভেঙ্গে যাওয়া ডাইক মেরামত কাজ শুরুর মাধ্যমে কুশিয়ারা নদীর ভাঙ্গনকৃত ৭টি ডাইক মেরামত কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুল আহাদ, সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, সাবেক মেয়র আব্দুল মালিক ফারুক, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ.জি. বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমদ, জকিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা শামীম আহমদ, জকিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর মোঃ আবুল কালাম, কাউন্সিলর জোসনা খানম ও ইউপি সদস্য আব্দুল মুকিত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিগত সাপ্তাহে জকিগঞ্জের কুশিয়ারা নদীর ডাইক ভেঙ্গে উপজেলায় আকস্মিক বন্যা দেখা দেয়। হঠাৎ বন্যা হওয়ায় পানিবন্ধী হয়ে পড়েন জকিগঞ্জ উপজেলার শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। রাক্ষুসে কুশিয়ারা নদীর ৭টি স্থানে ডাইক ভেঙ্গে যাওয়ায় আতংকিত হয়ে পড়েন পুরো জকিগঞ্জবাসী। চলতি সাপ্তাহে কুশিয়ারা নদীর পানি অনেকটা কমে গেলেও অবিরাম বর্ষণের ফলে পূনরায় বন্যা হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। যার ফলে জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী ভেঙ্গে যাওয়া ডাইকগুলো দ্রুত মেরামতের জন্য প্রচণ্ড বৃষ্টি ও কাদা-মাটি মাড়িয়ে আজ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন।
Leave a Reply