সারাদেশের ন্যায় সিলেটের জকিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৭ এপ্রিল) সকালে জকিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মাসুম মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ-এর ডেপুটি কমান্ডার মোঃ আকরাম আলী, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. রাজিব চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আতাউর রহমান, উপজেলা মৎস্য অফিসার আবু তাহের চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছালাম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. ওয়াজেদ আলী, জকিগঞ্জ থানার এস.আই শফিউল আলম, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম.এ.জি. বাবর, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক সার্জেন্ট বেলাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বাবর হোসাইন চৌধুরী প্রমূখ।
Leave a Reply