আজ ২৮ আগস্ট থেকে আগামী ০৩ সেপ্টেম্বর পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পুরো উপজেলায় উদযাপন করা হবে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১’। শনিবার (২৮ আগস্ট) দুপুরে জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার-এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবু তাহের চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না ও জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাব-এর তথ্য প্রযুক্তি সম্পাদক তারেক আহমদ।
মতবিনিময়কালে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু তাহের চৌধুরী বলেন, বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার আমরা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করছি। এ উপলক্ষে সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসুচী হাতে নিয়েছে জকিগঞ্জ উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি সপ্তাহব্যাপী কর্মসুচীর মধ্যে রয়েছে, সচেতনামূলক প্রচার প্রচারণা, জলাশয়ে পোনা অবমুক্ত, মৎস্য চাষের প্রামান্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ের চাষীদের সাথে মতবিনিময়, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ে বিশেষ পরামর্শ সেবা, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মৎস্যচাষে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্যের প্রামান্য চিত্র প্রদর্শণ, মাছ চাষের বিভিন্ন উপকরণ বিতরণ ও আলোচনা সভা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার বলেন, জকিগঞ্জ মৎস্য চাষের সম্ভাবনাময় ক্ষেত্র। এ উপজেলায় প্রচুর অনাবাদি জমি রয়েছে। মাষচাষে আগ্রহী নতুন উদ্যোক্তাদের উপজেলা প্রশাসন প্রশিক্ষনের পাশাপাশি সকল ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস প্রদান করেন । তিনি বেকারত্ব দুরীকরণে জকিগঞ্জের তরুনদের মাষচাষে মনোযোগি হওয়ার আহবান জানান।
Leave a Reply