জকিগঞ্জ-কানাইঘাট দুই উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের বরইরতল থেকে সড়কের বাজার পর্যন্ত রাস্তার কাজ দীর্ঘদিন থেকে বন্ধ রেখে জনদূর্ভোগ সৃষ্টির প্রতিবাদে বিশাল মানববন্ধন করেছে ৬/৭টি গ্রামের ভুক্তভোগী লোকজন।
শুক্রবার (৪ এপ্রিল) বিকাল ৩ ঘটিকার সময় জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রঘুরাশী বাজারে বালিগ্রাম, আকাকল্যাণ, মুমিনপুর, বিপক, রঘুরাশী ও যশা এলাকার লোকজন এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে এলাকাবাসী জানান, জকিগঞ্জ-কানাইঘাটের ২০/২৫টি গ্রামের জনসাধারণের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি বারবার টেন্ডার করে ঠিকাদাররা কাজ না করে উল্টো রাস্তায় বক্স করে রেখে বছরের পর বছর জনগণকে দূর্ভোগে ফেলে রেখেছে। ভাটি এলাকার এই রাস্তায় বক্স করে ফেলে রাখায় বর্ষা মৌসুমে রাস্তাটি মিনি খালে পরিণত হয়। আশপাশের ৬/৭টি গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্ধি হয়ে পড়েন। স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা বর্ষা মৌসুমের প্রায় ছয় মাস লেখা পড়া বন্ধ রাখতে হয়। ঠিকাদারের সাথে যোগাযোগ করলে হবে হচ্ছে বলে কালক্ষেপন করতে করতে দুই বছর চলে গেছে।
এলাকাবাসী রাস্তাটি নিয়ে বৈষম্য করা হচ্ছে দাবী করে বলেন, স্বাধীনতার পর থেকে এই এলাকায় কেউ রাস্তা করার উদ্যোগ নেননি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মরহুম আবুল হারিছ চৌধুরী বিএনপি সরকারের আমলে রাস্তাটি করার উদ্যোগ নিয়েছিলেন। তিনি ক্ষমতায় থাকাকালীন যতটুকু কাজ হয়েছিল এরপর থেকে আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৬ বছরে এই রাস্তায় আর কোন কাজ করেনি। বক্তারা অবিলম্বে রাস্তাটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান। পাশাপাশি মরহুম হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিষ্টার সামিরা তানজিন চৌধুরীর সুদৃষ্টি কামনা করেন।
স্থানীয় রঘুরাশী মাদ্রাসার মুহতামীম ও এলাকার প্রবীণ মুরব্বী মাওলানা জাওয়াদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য লিফাছ আলী, রঘুরাশী গ্রামের সংগঠক মাওলানা রুহুল আমীন, বালিগ্রামের প্রবীণ মুরব্বী আব্দুস শুকুর, মুমিনপুর গ্রামের মোঃ শাহ আলম, যশা গ্রামের ডা. আব্দুল মালিক, আকাকল্যাণ গ্রামের কালা মিয়া, এলাকার যুব সমাজের পক্ষে ফয়ছল আহমদ, কামরান আহমদ, আব্দুল আজিম, রুবেল আহমদ, ফরিদ উদ্দিন, বাবুল আহমদ ও প্রবাসী চুনু মিয়া প্রমুখ।
Leave a Reply