জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত মঙ্গলসার গ্রামের নিরীহ ও নিরাপরাদ ব্যবসায়ী আবুল হোসেন লিচু’র খুনীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে ফুসে উঠেছে এলাকাবাসী।
এ দাবিতে রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে জকিগঞ্জ উপজেলার গোটারগ্রাম ত্রিমোহনীতে শতশত মানুষের উপস্থিতিতে বিশাল মানববন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, নিহত লিচু’র খুনিদের আগামী ৪৮ ঘন্টার ভিতরে গ্রেপ্তার করা না হলে এ আন্দোলন আরো বেগবান হবে। ঘটনার ২ দিন পেরিয়ে গেলেও মূল আসামীদের পুলিশ আটক করতে না পারায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, নিহত হওয়ার আগের দিন লিচু জকিগঞ্জ থানায় আসামীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়ে তাকে প্রাণে মারা চেষ্টা করছে বলে পুলিশকে অবগত করেছে। অথচ পুলিশ এ বিষয়ে তেমন একটা গুরুত্ব দেয়ায় এ নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। পুলিশ লিচু’র আগের দিনের দেয়া লিখিত অভিযোগ তাৎক্ষণিক আমলে নিলে হয়তো এ খুনের ঘটনা ঘটতো না বলে দাবী করেন এলাকাবাসী।
জকিগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল গফুরের সভাপতিত্বে ও ছাত্রনেতা আব্দুল মালিকের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী হেলালী, স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বুদুর, সাবেক ইউপি সদস্য কফিলুজ্জামান কফিল, সাবেক ছাত্রনেতা কামিল আহমদ তাপাদার, ৩নং কাজলসার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশীদ, এলাকার বিশিষ্ট মুরব্বী লুৎফুর রহমান, আওয়ামী লীগ নেতা ছালিক আহমদ, আব্দুর রাজ্জাক, যুবনেতা নজরুল ইসলাম, সেলিম আহমদ চৌধুরী, হাফিজ মিজানুর রহমান, নিহতের বোন হেনা বেগম ও খালাতো ভাই ছাদিকুর রহমান প্রমূখ।
এদিকে মানববন্ধন চলাকালে জকিগঞ্জ থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাবেদ মাসুদ ও ইউনিয়ন বিট কর্মকর্তা জকিগঞ্জ থানা’র এসআই মোঃ জসিম উদ্দিন উপস্থিত হয়ে দ্রুত আসামীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করণের প্রতিশ্রুতি প্রদান করেন।
Leave a Reply