জকিগঞ্জে আব্দুল বাছিত হিফজুল কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামীকাল শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় জকিগঞ্জ টাউন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
বিকাল ২ টায় আলোচনা সভা ও চূড়ান্ত পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. মোর্শেদ আহমদ চৌধুরী। প্রধান আকর্ষণ সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বিশেষ অতিথি থাকবেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।
এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ. আলেম ওলামাগণসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রতিযোগিতার উদ্যোক্তা যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল বাছিত। এ প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে ক ও খ গ্রুপে জকিগঞ্জ উপজেলার ১৮টি আলীয়া ও কওমী হাফিজী মাদ্রাসার ৩০ জন প্রতিযোগী অংশ নিবে।
উল্লেখ্য, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও হিফজুল কুরআন প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংগ্রহণের মধ্য দিয়ে বিগত ২৫ জানুয়ারি বুধবার আব্দুল বাছিত হিফজুল কুরআন প্রতিযোগিতার ১ম পর্ব সম্পন্ন হয়। দু’টি গ্রুপে বিভক্ত এ প্রতিযোগিতার ১ম পর্বে ‘ক গ্রুপে ১৫ জন এবং খ গ্রুপে ১৫ জনসহ ৩০ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন। বিজয়ীদের মোট দেড় লাখ টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। প্রতিযোগিতা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক কাজী মাওলানা মো. হিফজুর রহমান জানান, প্রতিযোগিতার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply