উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন শায়খুল হাদীস আল্লামা মোঃ হবিবুর রহমান (রহ.)-এর ইন্তেকালের পর এই প্রথম বারেরমতো ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হচ্ছেন। আগামী ৭ই মার্চ, রোজ-সোমবার সকাল ১০ ঘটিকা থেকেই পরদিন ফজর পর্যন্ত জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন-এর রারাই গ্রামস্থ মুহাদ্দিস ছাহেব বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মহতি এ মাহফিল অনুষ্ঠিত হবে।
ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির সার্বিক ব্যবস্থাপনায় এতে তা’লীম-তরবিয়ত প্রদান করবেন রাহনুমায়ে শরীআত ও তরীকত, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।
উক্ত ঈসালে সওয়াব মাহফিলে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন শায়খুল হাদীস আল্লামা মোঃ হবিবুর রহমান (রহ.)-এর বড় ছেলে লন্ডনস্থ দারুল হাদীস মাদ্রাসার শিক্ষক, লেখক ও গবেষক মাওলানা আব্দুল আউয়াল হেলাল।
Leave a Reply