জকিগঞ্জে সিএনজি অটোরিকশা শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে জকিগঞ্জ বাজারস্থ সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের অধীন জকিগঞ্জ উপশাখা (৭০৭)-এর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম।
মতবিনিময়কালে তিনি বলেন, ‘শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ইসলামী আন্দোলন বরাবরের মতো আপনাদের পাশে রয়েছে। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনে শ্রমজীবী মানুষের ঐক্য প্রয়োজন।’
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম মো. শিহাব উদ্দিন এবং সঞ্চালনা করেন শ্রমিক ইউনিয়ন জকিগঞ্জ উপশাখার সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।
সভায় আরও বক্তব্য দেন জকিগঞ্জ উপ শাখা শ্রমিক ইউনিয়নের সভাপতি জুনেদ আহমদ, সহ সভাপতি মঈন আহমদ, সাংগঠনিক সম্পাদক করিম আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা আবু সুফিয়ান ফরিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মন্নান, কসকনকপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা হুসাইন আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইজ্জাদ,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক কাবুল আহমদ, কোষাধ্যক্ষ সাহেল আহমদ, সদস্য জসিম আহমদ জসু, আব্দুস ছামাদ সুমন, আব্দুল হালিম, প্রমূখ।
আলোচনা শেষে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে শ্রমিক নেতাদের মাঝে সংগঠনের ক্যালেন্ডার ও ডায়েরি উপহার দেওয়া হয়।
Leave a Reply