সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জে আবারও ইয়াবা’র চালান আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ নোয়াগ্রাম এলাকা থেকে এক হাজার দুইশত পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ তারেক আহমদ (২৮)কে আটক করা হয়। আটক তারেক আহমদ জকিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ নোয়াগ্রামের মৃত মোঃ নুরুল ইসলামের ছেলে। জব্দকৃত ইয়াবা’র আনুমানিক মূল্য ৪ লক্ষ ২০ হাজার টাকা।
জানা যায়, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না’র সার্বিক দিক নির্দেশনায় জকিগঞ্জ থানার এসআই সামসুল হক সুমন একদল পুলিশ নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
আটককৃত আসামীর বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। জকিগঞ্জ থানার মামলা নং ০২, তারিখ: ০৪/০১/২০২৫ খ্রিস্টাব্দ। শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আদালত তাকেজেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, জকিগঞ্জ থানা এলাকায় মাদক ব্যবসায়ী, মাদকসেবী, সন্ত্রাসী কার্যকলাপকারী, চুর-ডাকাত সহ কোন অপরাধীকে ছাড় দেয়া হবেনা। এদের সবাইকে আইনের আওতায় আনতে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জকিগঞ্জ থানা এলাকাকে অপরাধ মুক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।
Leave a Reply