জকিগঞ্জ উপজেলার গোলাম মোস্তফা চৌধুরী একাডেমি স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র মুশরাফ আহমদ (১৪) তিন দিন থেকে নিখোঁজ রয়েছে। সে উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের এওলাসার গ্রামের মোঃ জামিল আহমদ চৌধুরী ও কুলসুমা বেগমের ছেলে।
জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে বাড়ির পার্শ্ববর্তী নান্দিশ্রী ঈদগাহ মাঠে ওয়াজ শুনতে গিয়ে সে নিঁখোজ হয়ে যায়।
এ ব্যাপারে শিক্ষার্থীর পিতা মোঃ জামিল আহমদ জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। জকিগঞ্জ থানার জিডি নং- ৩২১। এদিকে ছেলেকে হারিয়ে পিতা-মাতা দিশেহারা।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার এসআই মোঃ মহরম আলী জানান, তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ রয়েছে। পুলিশ তাঁকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply