জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবাসহ দু’জন মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট।
বুধবার (৮ জানুয়ারী) বিকাল পৌনে ৫ টার দিকে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারস্থ সিরাজ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করে আটকৃতদের দেহ তল্লাশী করে ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, জকিগঞ্জ উপজেলার ৭নং বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ আব্দুল আহাদ (২৫) ও একই ইউনিয়নের পিল্লাকান্দি গ্রামের খালিক মিয়ার ছেলে মোঃ ফাহিম (২৬)।
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, সিলেট-এর সহকারী পরিচালক পলাশ পালের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামীদের দেহ তল্লাশীপূর্বক মোট ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক ১২,০০,০০০ (বারো লক্ষ টাকা)।
এ ঘটনায় বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, সিলেট-এর সহকারী পরিচালক পলাশ পাল বাদী হয়ে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১টি নিয়মিত মামলা দায়ের করেন।
Leave a Reply