সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ ১জন মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে জকিগঞ্জ সদর ইউনিয়নের লালগ্রাম কুশিয়ারা নদীর ডাইক থেকে ১জনকে আটক করে তল্লাশি চালিয়ে তা উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ী রায়হান উদ্দিন রেহান (৪৫) জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লালগ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার ভোরে সদর ইউনিয়নের কুশিয়ারা নদীর ডাইক থেকে বাবুর বাজারগামী সওজের রাস্তায় নিয়মিত টহল ডিউটি করাকালে পুলিশের টহল দেখে উক্ত রাস্তায় কয়েকজন জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে জকিগঞ্জ থানা পুলিশ ১ জনকে আটক করেন। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ৪ হাজার পিচ ইয়াবা মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমান ১৪ লক্ষ টাকা।
বিষয়টির সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং ০৩, তারিখ- ০৬/০৯/২০২৫ ইং।
Leave a Reply