জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ জুলাই) কালিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটি সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক সওদাগর সেলিমের উদ্দ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব ক্বারী মাওলানা আজিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শিব্বীর আহমদ চৌধুরী আলম, ময়নুল ইসলাম ও ছাব্বির আহমদসহ বিপূল সংখ্যক মুসল্লিরা।
Leave a Reply