জকিগঞ্জ উপজেলা যুব জমিয়তের বর্ধিত সভায় নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় জকিগঞ্জ শহরের জমিয়ত কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
যুব জমিয়ত জকিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মুফতি জসীম উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মাওলানা যুবায়ের আহমদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফিজ যুবায়ের আহমদ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত সিলেট জেলা (দক্ষিণ) শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম জকিগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুদ্দীন জাকারিয়া।
বর্ধিত সভায় সর্ব সম্মতিক্রমে হাফিজ মাওলানা যুবায়ের আহমদ-কে সভাপতি, মাওলানা হুজাইফা আহমদ-কে সাধারণ সম্পাদক ও মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী-কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। এছাড়াও মাওলানা মুফতি জসীম উদ্দীন-কে সিনিয়র সহ সভাপতি, মাওলানা মুফতি মিনহাজ আহমদ-কে যুগ্ম সাধারণ সম্পাদক ও হাফিজ খায়রুল আবিদ-কে সহ সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
Leave a Reply