সিলেট জেলা আওয়ামী লীগ শনিবার (১৮ সেপ্টেম্বর) কার্যনির্বাহী কমিটির এক সভায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে জেলার অন্তর্গত ১৩টি উপজেলায় সাংগঠনিক টিম গঠন করেছে। তন্মধ্যে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক টিমের সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল । তাঁর সাথে এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক সাইফুর রহমান খোকন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মতিউর রহমান, কার্যনির্বাহী সদস্য হাজী আব্দুল হাসিব মনিয়া ও আখলাকুর রহমান চৌধুরী সেলিম।
এছাড়া জকিগঞ্জ উপজেলার বাসিন্দা হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগের নিম্নলিখিত ৫ জন দায়িত্বশীল পদাধিকার বলে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড. আহমদ আল কবির, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী ও আমাতোজ জোহরা রওশন জেবিন।
গত সোমবার (২০ সেপ্টেম্বর) একপত্রের মাধ্যমে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদককে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খাঁন।
Leave a Reply