1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে গত সাপ্তাহে একাধিক সড়ক দূর্ঘটনা: নিহত নেই. আহত অনেকেই জকিগঞ্জে প্রবাসী’র বাড়িতে চুরি সিলেট ল কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হলেন জকিগঞ্জের শোয়েব জকিগঞ্জে বীরশ্রীতে আলোর পথে সমাজ কল্যানসংস্থার কমিটি গঠন কানাইঘাট বিএনপি’র জনসভায় আরব আমিরাত বিএনপি’র আহবায়ক জাকির হোসাইন সংবর্ধিত জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়– প্যারিসে চাকসু মামুন জকিগঞ্জের আটগ্রাম খেয়াঘাট ইজারাদারের বিরুদ্ধে মানববন্ধন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পুননির্মাণ কাজে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের এক কোটি টাকা অনুদান প্রদানের আশ্বাস শতবর্ষের ইতিহাসকে লালন করে সবাইকে জমিয়তের পতাকা তলে আসতে হবে–আল্লামা উবায়দুল্লাহ ফারুক জকিগঞ্জ যুবদলের কর্মীসভায় এড. মোমিন-তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে

জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়– প্যারিসে চাকসু মামুন

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

সিলেট জেলা বিএনপি’র প্রথম সহ সভাপতি ও চাকসুর সাবেক আপ্যয়ন বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ চাকসু মামুন বলেছেন- সিলেট-৫ আসনটা নাকি মোল্লা মুনশীদের। তাই বলে এই আসনের মানুষগুলো সবাই যে হুজুর হয়ে গেছেন এই ধরণের কোন কথা না। আমরা ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ না। আমাদের নেতাকর্মীরা সেটা প্রমাণ করবে জকিগঞ্জ-কানাইঘাট বিএনপি কতটা শক্তিশালী।
তিনি আগামীতে জোট নেই উল্লেখ করে বলেন, ২০২৩ সালে জোট শেষ হয়ে গেছে। আর জোটের যিনি প্রার্থী হওয়ার জন্য আপনাদের মনে মনে ধারণা আছে, উনি আমার আপন খালাতো ভাই। আমি ইউরোপ সফরে আসার আগের দিন উনি উনার ভাইকে দিয়ে আমার সাথে কথা বলেছেন। তিনি বলেছেন-তিনি নির্বাচন করবেন না। কিন্তু উনার দলের চাঁপ আছে সেইজন্য উনাকে সেই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থাকতে হচ্ছে।
তিনি বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় বিকেলে ৫ ঘটিকায় ফ্রান্সের প্যারিসে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্যারিসে কানাইঘাট-জকিগঞ্জ প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় চাকসু মামুন আরও বলেন, আমরা অনেকেই লোক দেখানোর রাজনীতি করতে গিয়ে ন্যায্য অধিকার থেকে সাধারণ জনগণকে কিছু কিছু ক্ষেত্রে বঞ্চিত করি। তবে এই লৌকিকতার রাজনীতি সবার আগে আমাদের পরিহার করতে হবে। তাহলেই মূল লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। এছাড়াও আমাদের দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে মানুষের দুয়ারে যেতে হবে। আমরা আগামীর বাংলাদেশে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যেতে চাই। এজন্য প্যারিসসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদেরও পাশে থাকতে হবে।
সিলেট জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এখলাসুর রাহমানের সভাপতিত্বে ও এইড-পয়েন্টের প্রতিষ্ঠাতা ও দ্য জার্নাল পত্রিকার সম্পাদক ফয়সাল মাহমুদের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রাহমান।
কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক রুহুল আম্বিয়া ও জকিগঞ্জ উপজেলা বিএনপি নেতা আব্দুল কুদ্দুসের স্বাগত বক্তব্যে সুচিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ তাহের, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা অধ্যাপক ড. জাকি মোস্তফা টুটুল, ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি এমএ রহিম, সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আব্দুল্লাহ, সাবেক সহ-সভাপতি তাসলিম উদ্দিন মাস্টার, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, সাবেক অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আহমেদ মালেক, ফ্রান্স বিএনপি নেতা ফারুক আহমেদ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শিপার, ফ্রান্সের বিষিষ্ট ব্যাবসায়ী হেলাল আহমেদ, স্পেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম আহমেদ, ফ্রান্স বিএনপি নেতা শিব্বির আহমেদ ও যুবদল নেতা লায়েক আহমেদ তালুকদার।
এছাড়া বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহেদ আহমেদ, সাবেক ছাত্রনেতা শরীফ আহমেদ, ইকবাল হুসাইন, ফরহাদ আহমেদ, ওলিউর রাহমান, ফাহাদ রেজা, মাসুদুর রাহমান মাসুম, রাহেল আহমেদ, দিলাল আহমেদ, মামুন আহমেদ, সেলিম আহমেদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভার শুরুতেই ফ্রান্স বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওমর গাজির বিদেহী আত্মার মাগফেরতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ফ্রান্স যুবদলের সাবেক সভাপতি আহমেদ মালেক। এতে ফ্রান্সে বসবাসরত কানাইঘাট-জকিগঞ্জের প্রায় ১৫০ জনেরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট