জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ পুননির্মাণ কাজে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে জকিগঞ্জ তথা দেশের বিভিন্ন দানশীল ব্যক্তিবর্গের নিকট থেকে এক কোটি টাকা সংগ্রহ করে অনুদান প্রদানের আশ্বাস দিয়েছে। এ পর্যন্ত এসোসিয়েশনের মাধ্যমে বিভিন্ন দানশীল ব্যক্তিবর্গের নিকট থেকে দুই কিস্তিতে মসজিদ পুননির্মাণ কাজে ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেছে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে।
শুক্রবার (১৫ আগস্ট) জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা পূর্বে দ্বিতীয় কিস্তির ১৩ লক্ষ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দানকালে বিষয়টি নিশ্চিত করেন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের কোষাধক্ষ্য কাজী মাওলানা ইমদাদুল হক সাকিব। এ সময় তিনি বলেন-জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ সুন্দর হওয়া মানে পুরো জকিগঞ্জ সুন্দর হওয়া। বাহিরে এলাকার লোকজন এসে মসজিদ দেখলেই যেন বুঝে জকিগঞ্জটা সুন্দর। সেই বিষয়টিকে চিন্তা করে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে মসজিদ পুননির্মাণ কাজে এক কোটি টাকা সংগ্রহ করে অনুদান প্রদানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিগত রমজানে আমরা মসজিদ পুননির্মাণ কাজের জন্য এক কোটি টাকার ওয়াদা বিভিন্ন দানশীল ব্যক্তিবর্গের নিকট থেকে পেয়েছি। ধীরে ধীরে টাকাগুলো সংগ্রহ করে আমরা মসজিদের কাজের জন্য দিচ্ছি। আগামী ডিসেম্বরে এসোসিয়েশনের শীর্ষ নেতৃবৃন্দ দেশে আসলে বড় একটি ফান্ড প্রদান করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন- আগামী রমজানে যাতে নতুন মসজিদে মানুষ তারাবীহ পড়তে পারেন সেই লক্ষে আমরা কাজ করছি।
এ সময় জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আবুল হাসান বলেন-দেশের বিভিন্ন জায়গায় মসজিদ সুন্দর করার জন্য মসজিদ পুননির্মাণ করা হয়। কিন্তু জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ প্রকৃত পক্ষে প্রয়োজনের তাগিদে পুননির্মাণ করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রতি শুক্রবার, বিভিন্ন ধর্মীয় দিবস এবং পবিত্র রমজান মাসে পুরাতন মসজিদে মুসল্লি সংকুলান দেয়া সম্ভব হতোনা। তাই বাধ্য হয়ে মসজিদ পুননির্মাণ কাজে হাত দেয়া হয়েছে। এ ক্ষেত্রে দেশে এবং বিদেশে অবস্থানরত বিভিন্ন দানশীল ব্যক্তি ও সংগঠন থেকে পক্ষ থেকে যে বা যারা আল্লাহ’র রাস্তায় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, সবার জন্য আমাদের দোয়া অব্যহত থাকবে। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ।
জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধক্ষ্য আব্দুল মুক্তাদির চৌধুরী, নির্বাহী সদস্য মাওলানা জুবায়ের আহমদ, হাজী সামছুদ্দীন ও মুখলিছুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির, জকিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী প্রমুখ।
Leave a Reply