ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট রেঞ্জের অন্তর্গত সিলেট জেলা পুলিশের আওতাধীন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) জহিরুল ইসলাম মুন্নাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি লটারির মাধ্যমে মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। এ তালিকায় সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নাম থাকায় লটারির মাধ্যমে তাকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় পদায়ন করা হয়। সে অনুযায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না রোববার (৭ ডিসেম্বর) সকালে জকিগঞ্জ থেকে বিদায় নিয়ে চলে যান। তিনি ২০২৪ সালের ২৮ নভেম্বর সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছিলেন।
বিদায়কালে তিনি বলেন- জীবনের যাত্রায় কিছু মুহূর্ত থাকে যেগুলো স্মৃতির পাতায় গভীর দাগ কেটে যায়—জকিগঞ্জে আমার দায়িত্ব পালনকাল সেই রকমই এক অবিস্মরণীয় অধ্যায়। ২০২৪ সালের ২৮ নভেম্বর এক কঠিন ও অস্বাভাবিক পরিস্থিতিতে আমি জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করি। তখন সামনে শুধু দায়িত্ব ছিল না—ছিল চ্যালেঞ্জ, ছিল আপনাদের প্রত্যাশা, এবং ছিল মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কঠিন প্রতিজ্ঞা।
কিন্তু খুব দ্রুত বুঝতে পেরেছিলাম-আমি একা নই।
জকিগঞ্জ আমাকে তার সন্তান হিসেবে গ্রহণ করেছে।
আপনারা পাশে দাঁড়িয়েছেন-রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ, সাংবাদিক বন্ধুরা এবং সবচেয়ে বেশি আমার অক্লান্ত পরিশ্রমী পুলিশ সদস্যরা। আপনাদের ভালোবাসা, সহযোগিতা এবং বিশ্বাসই আমাদের কাজের শক্তি হয়ে উঠেছিল। আমরা চেষ্টা করেছি-যথাসম্ভব সততা, নিষ্ঠা এবং দায়িত্ববোধ নিয়ে আপনাদের সেবা করার। যদি আমাদের এই পথচলায় সামান্য কিছু পরিবর্তন আনতে পেরেছি, তবে সেটি আপনাদেরই প্রাপ্য। এই সাফল্যের কৃতিত্ব জকিগঞ্জবাসীরই, আমার সহকর্মীদেরই। বিদায়ের এই মুহূর্তে যদি আমার কোনো অনিচ্ছাকৃত ভুল, আচরণগত ত্রুটি বা সিদ্ধান্তে আপনাদের কষ্ট হয়ে থাকে-ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধি এবং সুখই ছিল আমার দায়িত্ – আজ তা হয়ে যাচ্ছে আমার দোয়া। আপনারাও আমার জন্য দোয়া করবেন, যেন যেখানে যাই—মানুষের কল্যাণে কাজ করতে পারি।
Leave a Reply