জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১০ বোতল বিদেশি মদ অফিসার্স চয়েজ উদ্ধার করে জব্দ করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) রাত দেড়টার দিকে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের আটগ্রাম বাজারে অভিযান চালিয়ে শামীম আহমদের মালিকানাধীন একটি মুরগীর খামার থেকে এগুলো জব্দ করা হয়েছে। কুখ্যাত মাদক কারবারি শামীম আহমদ (২৯) একই ইউনিয়নের চারিগ্রাম অঞ্চলের মৃত সুয়েব আলীর পুত্র। জব্দকৃত মাদকের মুল্য আনুমানিক ৫৫ হাজার টাকা বলে পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযানের খবর পেয়ে শামীম আহমদ পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা যায়নি। তাকে দ্রত গ্রেফতারে জকিগঞ্জ থানা পুলিশ তৎপর রয়েছে বলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানিয়েছেন।
Leave a Reply