জকিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশং কার্যক্রম ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ মার্চ) রাত ৮টায় উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়ন অফিসের সামনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ রায়হান-এর সভাপতিত্বে ও জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার এর সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি শ্রী সজল কুমার সিংহ, জকিগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন আব্দুল্লাহ সুমন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাবেল মোহাম্মদ রেজা, ৯নং মানিকপুর ইউপি সদস্য ফারুক আহমদ, আব্দুস শহিদ, আব্দুল কাদির, এটিএম হামিদ, মুন্না আহমদ, সাহান আহমদ চৌধুরী, আব্দুল ফত্তাহ চৌধুরী বাবু, আবুল কালাম আজাদ ও শাহ আলম প্রমূখ। এছাড়া বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বৈঠকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ ও এলাকার আইন শৃঙ্খলা উন্নয়নে নবাগত অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
Leave a Reply