বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট জেলা শাখার অন্তর্গত জকিগঞ্জ পৌরসভা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে জকিগঞ্জ শহরের মজলিস কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির দায়িত্বশীলরা হলেন সভাপতি মোঃ বুলবুল আল হাসান, সেক্রেটারি নাহিদুল ইসলাম, বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক হাসান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এহসান ইসলাম ও অফিস-পাঠাগার সম্পাদক আরিফ আহমেদ প্রমুখ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পূর্ণঃগঠন কার্যক্রম পরিচালনা করেন ছাত্র মজলিস সিলেট জেলা (পূর্ব) শাখার বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক মিনহাজুল হক রিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস জকিগঞ্জ উপজেলা (পূর্ব) শাখার সভাপতি উসামা আহমেদ ও জকিগঞ্জ সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি হিফজুর রাহমান নাইম প্রমূখ।
Leave a Reply