জকিগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ ও পৌর বিএনপি নেতা সুলতান আহমদ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
জানা যায়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করেছিল। পরবর্তীতে তারা দলীয় সিদ্ধান্তে পুনর্বিবেচনার জন্য আবেদন করলে আবেদনের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র ও সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সকল পদপদবীতে পুনর্বহাল করা হয়।
পদ ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় ছালেহ আহমদ বলেন, “দল আমার প্রতি যে আস্থা রেখেছে, আমি কৃতজ্ঞ। দলের শৃঙ্খলা বজায় রেখে ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”
সুলতান আহমদ বলেন, “ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আমি দলের একজন কর্মী হিসেবে আগের চেয়ে বেশি আন্তরিকতার সঙ্গে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে যাব।”
Leave a Reply