সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এখন আর শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি আদর্শিক শক্তি। আমরা রাষ্ট্রের অব্যবস্থাপনা, দুর্নীতি ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি পরিবর্তনের রূপরেখা। এই লক্ষ্য অর্জনে যুবদলের তৃণমূল কর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, আজকে আমরা জকিগঞ্জ উপজেলা ও পৌর যুবদলকে সুসংগঠিত করার জন্য পৃথক দু’টি কর্মীসভার আয়োজন করেছি। তৃণমূল সংগঠনকে শক্তিশালী না করতে পারলে রাজপথে সফল হওয়া যাবে না। নতুন নেতৃত্বে বলিষ্ঠ ও সক্রিয় কমিটি গঠন করাই হবে আমাদের মূল লক্ষ্য।
তিনি শনিবার (১৬ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় জকিগঞ্জ শহরের ডাক বাংলা প্রাঙ্গণে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জকিগঞ্জ উপজেলা যুবদলের নতুন কমিটি গঠন উপলক্ষে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, আসুন আমরা সবাই মিলে বিভক্তি নয়, ঐক্যবদ্ধ যুবদল গড়ে তুলি। সামনে কঠিন সময় আসছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সংগঠনের প্রতিটি স্তরে সৎ, দক্ষ ও সাহসী নেতার প্রয়োজন।
জকিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুক আহমদ-এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম আহমদ-এর পরিচালনায় কর্মী সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জকিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজির আহমদ। কর্মীসভায় আমন্ত্রিত অতিথি’র বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, জকিগঞ্জ পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি মশিউজ্জামান চৌধুরী শাহিন, সহ সভাপতি শাহিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এখলাছুর রহমান মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরান হোসেন হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, সহ সাধারণ সম্পাদক আতাউর রহমান, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, দপ্তর সম্পাদক, মোঃ রেদওয়ান আহমদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সামাদ, সিলেট মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এম ডি কামাল খান, সহ সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন, সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক তানবীর আহমদ, জেলা যুবদলের সহ ত্রান বিষয়ক সম্পাদক এম সাইদুল মাসুম, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দীন, সহ পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আলতাব হোসেন, সিনিয়র সদস্য আব্দুল জলিল।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ ও জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম চৌধুরী। উপজেলা যুবদল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, যুগ্ম আহবায়ক আব্দুল কাদির মেম্বার, যুগ্ম আহবায়ক নেজামুল হক চৌধুরী, যুগ্ম আহবায়ক সাহেদ আহমদ, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল হাসান, উপজেলা যুবদলের অন্যতম সদস্য জিয়াউর রহমান, মাসুম আহমদ, মুমিন আহমদ, আরিফ আহমদ, রাজস্ব বিশ্বাস, বদরুল ইসলাম, শামীম আহমদ, আহমদ আল কবির, ফয়ছল আহমদ, সামাদুর রেজা চৌধুরী, হিফজুর রহমান, এস. রহমান সায়েফ, সুমন আহমদ, ছাব্বির আহমদ, খায়রুল ইসলাম খলন, আবুল হোসেন, হাবিবুর রহমান হাবিব, মুন্না চৌধুরী ও বীরশ্রী ইউনিয়ন যুবদল নেতা রাসেল আহমদ প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপূল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে একইদিন রাতে জকিগঞ্জ শহরের সোনার বাংলা কনফারেন্স হলে জকিগঞ্জ পৌরসভা যুবদলের পৃথক কর্মী সভা অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ পৌরসভা যুবদলের আহ্বায়ক শিব্বির আহমদ রনির সভাপতিত্বে ও মনিরুল ইসলাম রাজনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন। তিনি তাঁর বক্তব্যে বলেন-যুবদল হচ্ছে শহীদ জিয়াউর রহমানের আদর্শে গড়া এক সাহসী সংগঠন। জাতীয়তাবাদী আন্দোলনের এই গুরুত্বপূর্ণ সময়ে যুবদলের নেতাকর্মীদের আরও সচেতন, সংগঠিত ও দায়িত্বশীল হতে হবে। আজকের এই কর্মীসভা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি একটি শপথ, একটি অঙ্গীকার। আমাদের লক্ষ্য একটাই, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা এবং সংগঠনকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানো। ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নে যুবদলের ভূমিকা হবে নেতৃত্বদায়ী। তৃণমূল পর্যায়ের সংগঠনগুলোকে সক্রিয় করে, সৎ ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের নেতৃত্বে আনার মাধ্যমেই আমরা এই লড়াইকে আরও গতিশীল করব। কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, যুবদলের দায়িত্ব শুধু স্লোগান দেওয়া নয়, নেতৃত্ব তৈরি করাও আমাদের অন্যতম বড় দায়িত্ব। শহীদ জিয়ার হাতে গড়া এই সংগঠন আজ দেশের প্রতিটি সংকটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সকল ভেদাভেদ ভুলে যুবদলের নেতাকর্মীরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তাহলে যে কোনো আন্দোলনেই সফলতা আসবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি মশিউজ্জামান চৌধুরী শাহিন, সহ সভাপতি শাহিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এখলাছুর রহমান মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরান হোসেন হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, সহ সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, দপ্তর সম্পাদক মোঃ রেদওয়ান আহমদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সামাদ, সিলেট মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক এম ডি কামাল খান, সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক তানবীর আহমদ, সহ ত্রান বিষয়ক সম্পাদক এম সাইদুল মাসুম, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দীন, সহ পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আলতাব হোসেন, সিনিয়র সদস্য আব্দুল জলিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুক আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম আহমদ, জকিগঞ্জ পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মাজেদ আহমদ, জুবেল আহমদ, বাহার আহমদ, জাবেদ আহমদ, সাবেল আহমদ, আব্দুস শাকুর, পৌর যুবদলের সদস্য সাইফুর রহমান সাইফ, হাসান আহমদ, জাহেদ আহমদ, ৩নং ওয়ার্ড যুবদলের সুমন আহমদ, ৫নং ওয়ার্ড যুবদলের আব্দুল রউফ ও ৪নং ওয়ার্ড যুবদলের এনাম আহমদ প্রমুখ।
Leave a Reply