জকিগঞ্জ-শেওলা জিরো পয়েন্ট সড়ক সংস্কারের অভাবে বেশ কয়েক বছর থেকে খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের এমন বেহাল অবস্থার ফলে গত বছর জুড়ে সভা, সমাবেশ ও মানববন্ধন করেছে জকিগঞ্জবাসী। এবার ভুক্তভোগী এলাকাবাসী ফুসে উঠেছে। সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়ে এবার এলাকায় গণ সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় জকিগঞ্জ উপজেলার মাসুম বাজারে শেওলা-জকিগঞ্জ রাস্তা সংস্কার বাস্তবায়ন পরিষদের উদ্যাগে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাসুম বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী নজমুল ইসলাম চৌধুরী (মজু)’র সভাপতিত্বে ও সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আল মামুন কয়সর-এর পরিচালনায় সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের প্রধান উদ্যোক্তা প্রবাসী জাহেদ আহমদ ফারহান।
বক্তব্য রাখেন-জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, বীরশ্রীর কৃতি সন্তান রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী নুরুজ্জামান জামান, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রুকবানী চৌধুরী জাবেদ, বীরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল, সালিশী ব্যক্তিত্ব হারুনুর রশীদ, সাবেক মেম্বার আব্দুল আহাদ, সৌদি আরব প্রবাসী ফারুক আহমদ, সমাজসেবী ও সংগঠক মাওলানা রুহুল আমীন, বদরুল ইসলাম, মাওলানা আব্দুল গনী, মাওলানা মুস্তাক আহমেদ, ফুরকান আহমেদ, হোসাইন আহমেদ, নেজাম ওয়াজেদ, মঈন উদ্দিন, মাওলানা সালেহ আহমেদ ও জকিগঞ্জ সিএনজি শাখা ৭০৭ এর প্রতিষ্ঠাতা সেক্রেটারি মাহমুদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন বাস্তবায়ন পরিষদের সদস্য ও টমটম মাছুম বাজার শাখার সভাপতি সাবলু আহমদ, সদস্য আমজাদ হোসেন, আলী আহমদ, সাইদুল ইসলাম, আব্দুর রব রবু, দেলওয়ার হোসেন, রাশেদ আহমদ, মো: দেলওয়ার হোসেন (পাশা) ও সেবুল আহমদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন-দীর্ঘদিন ধরে জকিগঞ্জ-শেওলা সড়কের বেহাল অবস্থায় এলাকাবাসী সীমাহীন দুর্ভোগে রয়েছেন। চলাচলের অনুপযোগী সড়কের কারণে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। শিক্ষার্থীরা পড়েছে চরম দুর্ভোগে। এই সড়কটি শুধুমাত্র জকিগঞ্জের নয়, এটি একটি আন্তর্জাতিক বন্দর সংযুক্ত সড়ক বলেও দাবি করেন বক্তারা। দ্রুত সময়ের মধ্যে জকিগঞ্জ-শেওলা সড়ক সংস্কার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি প্রদান করেন।
Leave a Reply