শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জকিগঞ্জী শিক্ষার্থীদের সংগঠন “জকিগঞ্জ স্টুডেন্টস অর্গানাইজেশন (জেডএসও)” এর বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সংগঠনের উপদেষ্টা, এ্যালামনাই এবং বর্তমান সদস্যদের নিয়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে সকাল ৮টায় ভার্সিটি গেইট থেকে বাস ছেড়ে যায়। জেডএসও ১২তম কমিটির আয়োজনে শ্রীমঙ্গল ট্যুরে দিনব্যাপী নানাবিধ আয়োজনে মাতিয়ে রেখেছিল স্পটগুলো। আয়োজনে সংগঠনের উপদেষ্টা এবং এ্যালামনাইদের মধ্যে উপস্থিত ছিলেন শাবিপ্রবির অতিরিক্ত-রেজিস্ট্রার ফয়সল আহমদ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার কাজী তাহের মোস্তফা, রূপালী ব্যাংক জোনাল অফিস সিলেটের অফিসার আবুল হোসেন, বাংলাদেশ ব্যাংকের এডি জুবায়রুল হাসান, ৮ম কমিটির সভাপতি গাউছুল আলম, ১১তম কমিটির সেক্রেটারি মাহবুব আহমদ চৌধুরী। এছাড়াও সংগঠনের বর্তমান সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে শেষ হয় জেডএসও ট্যুর।
সংগঠনের ১২তম কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সালাহ উদ্দীন মারুফ জানান, “উপদেষ্টামণ্ডলী এবং সিনিয়রদের সর্বাত্মক পরামর্শ এবং সহযোগিতা ও বর্তমান মেম্বারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই এ রকম একটা আয়োজন সফল করতে সক্ষম হয়েছি। আমরা সকলের প্রতি কৃতার্থ। মাটি ও মানুষের টানে আমরা জকিগঞ্জের সবাই একত্রিত এবং ঐক্যবদ্ধ। আমাদের এই বন্ধন জকিগঞ্জে সুদূর প্রসারী উন্নয়ন-অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বলে আশাবাদী।” সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আহমেদ মারজান সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন-“বহুদিন পর আয়োজিত জেডএসও ট্যুর ছিল বহুল কাঙ্ক্ষিত। আলহামদুলিল্লাহ আজকে সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি। আশাকরি সামনের দিনগুলোতেও জেডএসও তার ঐতিহ্যের ধারা বজায় রেখে নানাবিধ সাড়া জাগানো আয়োজন করবে।”
Leave a Reply