জমকালো আয়োজনের মধ্যদিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করছে জকিগঞ্জ সরকারি কলেজ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেয়া হয়।
কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহবায়ক সৌরভ চক্রবর্তীর সভাপতিত্বে ও কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ উমান আলী’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আহমদ আল মনজুর তামিম ও গীতা পাঠ করেন অর্চি রাণী চন্দ্র।
কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শওকত হোসেনের স্বাগত বক্তব্যে সূচিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোসলেহ উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ও কলেজ সম্পাদক মোহাম্মদ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে জকিগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দও নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন। তাঁরা নতুনদের কলেজ জীবনের শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের পরামর্শ দেন।
নবীন বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণির পক্ষ থেকে বক্তব্য রাখেন রিদওয়ান আহমদ ও খায়রুল ইসলাম এবং একাদশ শ্রেণির পক্ষ থেকে বক্তব্য রাখেন ওলিউর রহমান।
নবীন বরণ অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব। এতে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা গান পরিবেশন করেন। নাহিদ, রিয়াদ, অনিক, আসিফ, ওহিদুর রহমান, হৃদয় নাগ, পূর্ণ বিশ্বাস ও ইশতিয়াক আহমদের সুরেলা কণ্ঠে কলেজ অডিটোরিয়াম মুখরিত হয়ে ওঠে। পাশাপাশি শিক্ষক সৌরভ চক্রবর্তী ও গৌতম তালুকদারও সংগীত পরিবেশন করেন, যা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
পুরো অনুষ্ঠান জুড়ে ছিল প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ। নবীন শিক্ষার্থীরা নিজেদেরকে জকিগঞ্জ সরকারি কলেজ পরিবারের অংশ হিসেবে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। শিক্ষক-শিক্ষার্থীদের মিলিত অংশগ্রহণে এ আয়োজনে এক ভিন্ন আবহ সৃষ্টি হয়।
Leave a Reply