বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট জেলা শাখার নায়বে আমীর সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাফিজ আনওয়ার হোসাইন খান বলেছেন-দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক বৈষম্য ও নৈতিক অবক্ষয় দূর করতে হলে আদর্শিক নেতৃত্বের বিকল্প নেই। জামায়াতে ইসলাম সেই নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করছে। জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি শনিবার (১১ অক্টোবর) বিকেলে স্থানীয় ইউনিয়ন অফিস এলাকায় জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলার অন্তর্গত ৮নং কসকনকপুর ইউনিয়ন শাখার উদ্যোগ আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কসকনকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ডা. নজরুল ইসলাম নমিকের সভাপতিত্বে ও সেক্রেটারী ছয়েফ উদ্দীন এবং ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মাহফুজ আলম চৌধুরীর যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা শাখার সেক্রেটারি ও জকিগঞ্জ উপজেলা পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা নিজাম উদ্দিন খান, জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দীন, জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, সিলেট জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মারুফ আহমদ, জকিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি ও বারঠাকুরী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবিদুর রহমান, ইসলামী ছাত্রশিবির জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাজির হোসাইন, মানিকপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মাওলানা জুবায়ের আহমদ, জকিগঞ্জ উপজেলা ছাত্র শিবির নেতা ফজল আহমদ ও নাঈম উদ্দীন চৌধুরী প্রমুখ।
Leave a Reply