আরিশা আজাদ মিম, সিনথিয়া সালেহীন তুলি ও রিফাতুল হাদী সৌরভ। সবাই একে অপরের চাচাতো ভাই-বোন। তিনজনই একই ক্লাসের একই শাখায় ছিলেন। সিলেট নগরী’র শাহপরানস্থ খাদিমনগর নিপবন আবাসিক এলাকায় নিজেদের বাসায় সকলেই থেকে জালালাবাদ পাবলিক স্কুল এন্ড কলেজ পড়াশোনা করতেন। একই ছাদের নীচে থেকে পড়াশোনায় তাদের নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা ও সহযোগীতা ছিল সব সময়।
এবারের এসএসসি পরীক্ষায় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে তিন ভাই-বোন অংশ নিয়ে সকল বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তাদের এমন অবিশ্বাস্য ও দুর্দান্ত ফলাফলে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক-সহপাঠি ও এলাকার মানুষ অনেক খুশি।
জানা যায়, আরিশা আজাদ মিম, সিনথিয়া সালেহীন তুলি ও রিফাতুল হাদী সৌরভ তিন জনের বাড়ি জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত গঙ্গাজল গ্রামে।
আরিশা আজাদ মিম-এর বাবা আবুল কালাম আজাদ গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক ও মা শিফা সুলতানা শিমুলতলা গুয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিন ভাই-বোনের মধ্যে সে সবার বড়। সে তার এমন ফলাফলের জন্য বাবা-মা, চাচা-চাচী, শিক্ষক ও গৃহশিক্ষকের অবদান রয়েছে বলে জানিয়েছে। ভবিষ্যতে সে একজন মানবিক ডাক্তার ও আদর্শ মানুষ হতে চায়।
সিনথিয়া সালেহীন তুলি-এর বাবা মোঃ আব্দুল খালিক গঙ্গাজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা জাহিদা সুলতানা একজন গৃহিনী। ছয় ভাই-বোনের মধ্যে সে চতুর্থ। সে তার এমন ফলাফলের জন্য বাবা-মা, চাচা-চাচী, শিক্ষক ও গৃহশিক্ষকের অবদান রয়েছে বলে জানিয়েছে। ভবিষ্যতে সে একজন বিসিএস (পুলিশ) হতে চায়।
রিফাতুল হাদী সৌরভ-এর বাবা মোঃ আব্দুশ শাকুর সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও মা সাজেদা আক্তার নার্গিস মৌলভীরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দুই ভাই-বোনের মধ্যে সে ছোট। সে তার এমন ফলাফলের জন্য বাবা-মা, চাচা-চাচী, শিক্ষক ও গৃহশিক্ষকের অবদান রয়েছে বলে জানিয়েছে। ভবিষ্যতে সে একজন আদর্শ মানুষ হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়।
জানা যায়, এ পরিবারটি সুলতানপুর ইউনিয়নের শিক্ষক পরিবার হিসেবে পরিচিত। একই পরিবারের সাত সদস্য শিক্ষকতা পেশায় নিয়োজিত। একটি সম্ভাবনাময় আলোকিত এ পরিবারের বড়ো সন্তান শারমিন সুলতানা কলি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, সানজিদা সুলতানা হলি সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজে বিএসসি নার্সিং এ অধ্যয়নরত। রাফসান জানি শুভ এবারে এইচএসসি তে এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে। মিফতাহুল আরেফিন তায়েফ এমসি কলেজ থেকে ২০২৫ এ এইচএসসি পরীক্ষা চলমান। সিদরাতুস সালাম অনু ফেনি গার্লস ক্যাডেট কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
Leave a Reply