বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জকিগঞ্জে এক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী জকিগঞ্জ শহরের কোর্ট মসজিদের নিকট থেকে একটি গণমিছিলের আয়োজন করে। নানা শ্লোগানে মিছিলটি জকিগঞ্জ বাজার প্রদক্ষিণ করে স্থানীয় এম.এ.হক চত্বরে এক সমাবেশে মিলিত হয়।
জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ছরওয়ার হোসেন-এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়বে আমীর ও সিলেট-৫ আসনে জামায়াত মনোনীত দাড়ি পাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা হাফিজ আনওয়ার হোসাইন খাঁন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও শাহজালাল জামেয়া ইসলামিয়া, সিলেট-এর উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সিলেট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মাওলানা নেজাম উদ্দিন খাঁন, জকিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল সামাদ ও জকিগঞ্জ উপজেলা ছাত্র শিবির সভাপতি নাজির আহমদ আফজাল প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, বারহাল ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি জামায়াত নেতা ফয়জুল ইসলাম চৌধুরী, জকিগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর আবু রুশদ মোঃ ইকবাল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা জামিল আহমদ, জামায়াত নেতা জুবায়ের আহমদ, জকিগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান, জকিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সভাপতি আবুল কালাম আজাদ ও জামায়াত নেতা আজিজুর রহমান মেম্বারসহ উপজেলা জামায়াত, যুব বিভাগ, ছাত্র শিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খাঁন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে ৫ আগস্ট বাংলাদেশের আকাশে বিজয়ের আভাস নিয়ে নতুন সূর্য উদিত হয়েছিল। নতুন বাংলাদেশ বিনির্মাণের দৃশ্যই জুলাই যোদ্ধাদের প্রশান্তি এনে দিবে। তাই বাংলাদেশের জনগণ আর কোন ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দিবে না। বৈষম্যহীন, ইনসাফ ও ন্যায় বিচারের এক কল্যাণ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির কোন স্থান হবে না উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ছাত্র-জনতা আবারো রাজপথে নেমে আসবে। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে জনগণ রাজপথে নামলে আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
নির্বাচনের আগে সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে উল্লেখ করে হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খাঁন বলেন, নির্বাচন যখনই হোক আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।
Leave a Reply