বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবারের দাখিল পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে জুয়াইরিয়া সিদ্দিকা মিহদা। সে সিলেট নগরীর পাঠানটুলাস্থ শাহজালাল জামেয়া কামিল (এম এ) মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়ে এ ফলাফল অর্জন করে।
জুয়াইরিয়া সিদ্দিকা মিহদা জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত দরগাবাহারপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা স্ব-পরিবারে সিলেট নগরীর মদীনা মার্কেট পনিটুলা এলাকার পল্লবী আবাসিক এলাকায় নিজের বাসায় বসবাস করছেন। তার বাবা মাওলানা জহিরুল ইসলাম জয়নাল প্রবাসে থাকেন এবং মা আলেমা তাহেরা তরফদার মিনা একজন গৃহিনী। তিন ভাই-বোনের মধ্যে সে দ্বিতীয়। তার বড় ভাই ঢাকা নটরডেম কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছোট ভাই স্কলার্সহোম পাঠানটুলা শাখায় অধ্যয়নরত। সে ভবিষ্যতে একজন আইনজীবী হতে চায়।
Leave a Reply