সিলেটের সীমান্তবর্তী উপজেলা ‘জকিগঞ্জ’-এর নামে ২০১২ সালের ১১ জুন জেলা প্রশাসক, সিলেট-এর অনুমোদন/ডিক্লারেশন পেয়ে সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ যাবতীয় প্রস্তুতি শেষে সে বছরের ২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। জকিগঞ্জের অগণিত পাঠকের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পৌছে দেয়ার প্রতিশ্রুতি নিয়ে একযুগ আগে অসীম সাহসি চ্যালেঞ্জ নিয়ে সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ পথচলা শুরু করে প্রায় ৬ বছর নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখে। সুদীর্ঘ এই প্রকাশনায় জকিগঞ্জ উপজেলা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জকিগঞ্জীদের মুখপত্র হিসেবে পত্রিকার জগতে অকল্পনীয়ভাবে জনপ্রিয় হয়ে উঠে।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, অর্থনৈতিক সংকটে পড়ে একটা সময় সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ-এর নিয়মিত প্রকাশনা বন্ধ হয়ে যায়। ২০১৮ সাল থেকে আজ অবধি শুধুমাত্র ডিক্লারেশন ধরে রাখার স্বার্থে মাঝে মধ্যে ‘জকিগঞ্জ সংবাদ’ প্রকাশ হয়েছে। পত্রিকাটি অনিয়মিত হওয়ার পেছনে শুধুমাত্র আর্থিক সংকট বলাটা উচিত হয়নি। পত্রিকা নিয়মিত না প্রকাশের পৃথক দু’টি কারণ রয়েছে- প্রথমত: তথ্য ও প্রযুক্তির উন্নয়নের ছোঁয়ায় মানুষ অনলাইন ও সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে যাওয়া। দ্বিতীয়ত: বিগত শেখ হাসিনা’র সরকারের শেষ দশকে দেশ অনেকটা একদলীয় হয়ে পড়ায় অন্যান্য রাজনৈতিক দল বা জনগণের নিকট মিডিয়া তেমন কোন গুরুত্ব থাকেনি। ফলে মফস্বল থেকে একটি পত্রিকার নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখা অনেকটা দুরূহ হয়ে পড়ে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের ফলে দেশের সকল রাজনৈতিক দল নড়েচড়ে উঠে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া দেশের প্রায় সকল রাজনৈতিক দল নিজ নিজ দলীয় কর্মসূচি নিয়ে হাটে-মাঠে এখন সরগরম। ফলে পত্রপত্রিকার প্রতি পুনরায় মানুষের আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে অনলাইনের গুজবে পড়ে মানুষ এখন একটি দায়িত্বশীল পত্রিকা প্রত্যাশা করে। এমন একটি মুহূর্তে জকিগঞ্জের প্রথম সরকার অনুমোদিত পত্রিকা ‘সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ’ নতুন করে প্রকাশনার আগ্রহ সচেতন মহলের।
সে বিষয়টি অনুধাবন করতে পেরে জকিগঞ্জের কৃতি সন্তান সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের পরিচিতমূখ অস্ট্রেলিয়া প্রবাসী প্রিয় জাহিদুর রহমান ভাই সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ নতুন আঙ্গিকে শুরু করার আগ্রহ প্রকাশ করেন। তিনি কোন কিছু পাওয়ার আশায় নয়, বরং জকিগঞ্জের মানুষের চাহিদা পূরণে প্রতি সপ্তাহে জকিগঞ্জ সংবাদ ছাপার ব্যায়ভার বহনের প্রতিশ্রুতি দেন। বিষয়টি ইতিবাচক হিসাবে দেখেন জকিগঞ্জ সংবাদ সংশ্লিষ্টরা। তাই সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ নতুন করে প্রকাশনার এই প্রয়াস।
পাঠক নিশ্চয়ই জানেন, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ জকিগঞ্জের ইতিহাসের ক্রম বিবর্তনে বলিষ্ঠ অবদান রেখেছে। গণতান্ত্রিক সকল আন্দোলন সংগ্রামে জনস্বার্থে যেমন অবদান রয়েছে, তেমনি সচেতন পাঠক তৈরিসহ কুসংস্কারমুক্ত সমাজ গঠনেও পত্রিকাটি আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই ছিল জকিগঞ্জ সংবাদের পথ চলার প্রেরণা ও প্রাণশক্তি। একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক সাংবাদিকতার নান্দনিক সকল আয়োজন নিয়ে সূচনা লগ্নে জকিগঞ্জ সংবাদ পরিবারে মিলিত হয়েছিলো একঝাঁক উদিয়মান তুখোড় কলম সৈনিক। এর ধারাবাহিকতা জকিগঞ্জ সংবাদ অনলাইন ভার্সনে আজও অব্যাহত আছে। যাদের ক্ষুরধার কলমের খোঁচায় বিরোচিত ও সাহসি পদক্ষেপে সমাজের সকল অসঙ্গতি চিরতরে দূর হয়ে জন্ম নিবে একটি উন্নত ও স্বচ্ছ সমাজ ব্যবস্থা। এ আদর্শকে মূলমন্ত্র হিসেবে হৃদয়ে ধারণ করে ‘জকিগঞ্জ সংবাদ’র প্রতিটি কলম সৈনিক যুদ্ধ করে যাচ্ছে অবিরাম- প্রতিনিয়ত। আপন উদ্দেশ্য বাস্তবায়ন ও নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার লক্ষ্যে জকিগঞ্জ সংবাদ’র দৃঢ়তা ছিলো অত্যন্ত মজবুত আর পথচলায় ছিলো আত্মপ্রত্যয়ী এবং অকুতোভয়। যার ফলে পথচলার শুরুতে নানান প্রতিবন্ধকতার শিকার হওয়া সত্ত্বেও ধীরে ধীরে চূড়ান্ত সফলতার প্রহর গুণতে শুরু করে জকিগঞ্জ সংবাদ পরিবার। সমাজের বিবেক ও দর্পণ হচ্ছে সাংবাদিকরা। জকিগঞ্জ সংবাদ সমাজের নিপীড়িত, নির্যাতিত, মানুষের পাশে বন্ধুর মত দাঁড়িয়ে সব সময় সত্য ও ন্যায়ের পথে কাজে অঙ্গীকারাবদ্ধ। সকল অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সমাজের সকল অসঙ্গতিকে রুখে দিয়ে দেশের কল্যাণে প্রতিনিয়ত কাজ করছে।
পাঠকদের বলে রাখা দরকার, মাত্র কয়েক বছর আগেও ডিজিটাল প্রযুক্তি কী এটা জানাই ছিলো না মানুষের। গ্রাম-বাংলার বেশিরভাগ এলাকায় একসময় পত্রিকা পৌঁছাতো ছাপা হওয়ার একদিন পর। তখনও মানুষ উন্মুখ হয়ে থাকতো, পত্রিকায় কী কী খবর ছাপা হয়েছে তা জানার জন্য। কিন্তু আজ ডিজিটাল প্রযুক্তির কারণে মানুষ প্রিন্ট পত্রিকার দায়িত্বশীল সংবাদের বিপরীতে অনলাইন গুজবকেও সংবাদ ভাবতে শুরু করেছে। সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ শুধু প্রিন্ট পত্রিকাই নয়, প্রতি মুহূর্তের সংবাদ বিশ্বের সকল পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে জকিগঞ্জ সংবাদ অনলাইন পোর্টাল।
প্রিয় পাঠক, যার বলিষ্ঠ হাত ধরে জকিগঞ্জ সংবাদ’র আজকের এই পথচলা, সেই দৃঢ়চেতা, আত্মপ্রত্যয়ী, বজ্রকঠিন এবং আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব- জকিগঞ্জ মিডিয়া কর্পোরেশন-এর চেয়ারম্যান ও পত্রিকার পৃষ্ঠপোষক জনাব জাহিদুর রহমান অসীম সাহস নিয়ে এবার জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশনা শুরু করেছেন। তাই আমরা আশাবাদী এখন থেকে সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ-এর নিয়মিত প্রকাশনা অব্যাহত থাকবে।
জকিগঞ্জ সংবাদ সমাজের অবহেলিত ও অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ে সর্বদা থাকবে সোচ্চার। সমাজের সকল অঙ্গনে সফলতার স্বাক্ষর রেখে সকল শ্রেণি-পেশার মানুষ ও পাঠকের মাঝে জকিগঞ্জ সংবাদ’র পুনরায় শক্ত অবস্থান সু-প্রতিষ্ঠিত হবে। অপ্রতিরোধ্য অবস্থানে থেকে এর পথচলা প্রতিনিয়ত অব্যাহত থাকবে সত্য সুন্দর ও ন্যায়ের পক্ষে। সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ আর প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা পালনসহ এগিয়ে যাবে আগামীর পথে। জকিগঞ্জ সংবাদ’র নতুন আঙ্গিকে পথচলার এই গৌরবময় শুভ মুহূর্তে সম্মানিত অগণিত শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা এবং পাঠকদেরকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন।
আমাদের প্রতিশ্রুতি রইলো অতিতের ন্যায় ‘জকিগঞ্জ সংবাদ’ প্রতিটি মুহূর্তে আছে এবং থাকবে আপনার পাঁশে।
Leave a Reply