অন্তর্বর্তীকালনী সরকারের বিকৃত ছবি ও সীমান্তিকের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ নেতা ড. আহমদ আল কবির-এর দিয়ে “হঠাও ইউনুস, বাঁচাও দেশ” লিখা একটি পোস্টার সাঁটানো কঁড়া প্রতিবাদ জানিয়েছেন ড. আহমদ আল কবির। শুক্রবার (২৯ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি এমন কর্মকাণ্ডে বিস্ময় ও দুঃখ প্রকাশ করে তাতে জড়িত নয় বলে বিবৃতি প্রদান করেন। নিম্নে হুবহু তাঁর বিবৃতি তুলে ধরা হলো- “আমি, আহমেদ আল কবির, অবগত হয়েছি যে সিলেটের বিভিন্ন স্থানে, বিশেষ করে জকিগঞ্জ এলাকায়, আমার ছবি ব্যবহার করে, একটি পোস্টার ছড়িয়ে পড়েছে বা ছড়ানো হচ্ছে। বিষয়টি আমার জন্য অত্যন্ত বিস্ময়কর এবং দুঃখজনক, কারণ আমি বর্তমানে দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছি এবং এই ধরণের কোনো কার্যক্রমে জড়িত নই।
আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, উক্ত পোস্টার বা এর বিষয়বস্তুতে আমার কোনো অনুমোদন নেই। আমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমার নাম, ছবি বা পরিচয় ব্যবহার করার অনুমতি দিইনি। এই কর্মকাণ্ড সম্পূর্ণরূপে আমার সম্মতির বাইরে ঘটেছে, যা বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত বলেই আমি মনে করি।
আমি সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে অনুরোধ জানাচ্ছি, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। সবার সহানুভূতি ও সহযোগিতা কাম্য।”
এদিকে তাঁর এই বিবৃতি দেখে নিজ দলের বেশ কিছু নেতাকর্মী ক্ষুব্ধ হয়ে তাকে সুবিধাবাদী আখ্যায়িত করে বেশ কিছু ফেসবুক আইডি থেকে কঠোর সমালোচনা করে। আবার ড. আহমদ আল কবিরের অনুস্মারীদের অনেকেই আবার সমালোচনার পাল্টা জবাব দিতে দেন।
Leave a Reply