আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজ এলাকাবাসীর অনুমতি ও দোয়া চেয়েছেন সিলেট জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি শফিকুর রহমান। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত কামালপুর গ্রামের নিজ বাড়িতে এলাকার সকল দল-মতের সর্বস্তরের মানুষকে নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সবার অনুমতি ও দোয়া চেয়েছেন।
এলাকার বিশিষ্ট মুরব্বী কামালপুর গ্রামের মাহবুবুর রহমান বাবুল-এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা জামুরাইল গ্রামের কামরুল ইসলাম সুমনের পরিচালনায় মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন চৌধুরী বাজারের ব্যবসায়ী মাওলানা আব্দুর রশীদ। এলাকার শতশত মানুষের উপস্থিতিতে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান বলেন, আমার ৩৭ বছরের রাজনৈতিক জীবনে সবচেয়ে বেশী জুলুম-নির্যাতনের শিকার হয়েছি বিগত ১৫/১৬ বছর। এ কারণে অনেকেই ভাবতে পারেন যে, আমি এখন প্রতিশোধ নিচ্ছি। কিন্তু আমি সবাইকে স্বাক্ষি রেখে বলছি, আল্লাহ’র কসম আমি কারো কোন প্রতিশোধ নেইনি। বরং আমি চব্বিশ সালের পাঁচ আগস্টের পরপরই চৌধুরী বাজারে সভায় বলেছিলে, যে আচরণের কারণে মানুষ বিগত সরকারের পতন ঘটিয়েছে, যদি আমরাও ঠিক সেই আচরণ করি-তাহলে মানুষ এভাবে আমাদের পতন ঘটাবে। আমি হয়তো সবাইকে সহযোগিতা করতে পারছিনা, কিন্তু আমার নিকট যে-ই সহযোগিতার জন্য এসেছেন আমি আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার চেষ্টা করে যাচ্ছি। তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের সুপরিকল্পিত টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছেন জানিয়ে বলেন-আমাকে কাজ করার সুযোগ আপনারা তৈরি করে দিতে হবে। আমার দল বিএনপি ক্ষমতায় গেলে এবং আমি যদি আপনাদের সহযোগিতায় একটি ভালো অবস্থান তৈরি করতে পারি, তাহলে আমার সকল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। এ ক্ষেত্রে তিনি আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতার বিষয়ে নিজ এলাকার মানুষের মতামত, অনুমতি ও দোয়া কামনা করেন।
এ সভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আব্দুল আহাদ, সমাজসেবী হাসান আহমদ, ময়জুল হক তালুকদার, আতাউর রহমান (আতা), আজমল হোসেন, রাসেল আহমদ, শাহ আলম, শাকিল আহমদ ও সাজেদুর রহমান সাজু প্রমূখ।
এছাড়াও সভায় এলাকার বিশিষ্ট মুরব্বী বদরুল হক, তাহির আহমদ, সুরুজ আলী, নুরুল ইসলাম (লালই মিয়া), আজিজুর রহমান, এমাদ উদ্দিন, আখাই মিয়া, এবাদ উদ্দিন, রিজাল আহমদ, রাদিফ হাসান, লায়েক আহমদ, সামাদুর রহমান মুন্না, নাইমুজ্জামান নাইম, সবুর আহমদ, মুয়নুল হোসেন ও ইমন আহমদ সহ সর্বস্তরের পাঁচ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতি’র বক্তব্যে মাহবুবুর রহমান বাবুল বলেন, আমাদের নিজ এলাকার যে প্রার্থীর ব্যাপারে আমাদের মুরব্বীরা অতিতে সব সময় ঐক্যবদ্ধ থাকতেন। ফলাফল হিসাবে আমরা বারবার বিজয় ছিনিয়ে এনেছি। ইনশাআল্লাহ, আগামীতে উপজেলা চেয়ারম্যান পদে শফিকুর রহমান ভাই প্রার্থী হলে আমরা এলাকাবাসী দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকবো।
Leave a Reply