1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
আলাপকালে জান্নাতুল ফেরদৌস মুন্নি: আমি আমার বাবা হত্যার বিচার চাই নুমান হত্যাকান্ড: জনগণের পালস বোঝার চেষ্টা করুন জকিগঞ্জ উপজেলা ফুটবল প্রিমিয়ার লিগ সম্পন্ন জকিগঞ্জে বসুন্ধরা শুভ সংঘের নতুন কমিটি জকিগঞ্জের সেই দেয়াল ভেঙ্গে দেয়ায় ইউএনও ও এসিল্যান্ডসহ ৪ জনকে আদালতের শোকজ অনেকেই দলের প্রচারণার চেয়েও নিজের প্রচারণা নিয়ে বেশী ব্যাস্ত–সিদ্দিকুর রহমান পাপলু জকিগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশী যুবককে ভারতীয় বিএসএফ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ জকিগঞ্জে ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে শ্যালক সুমন জকিগঞ্জের ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন জকিগঞ্জে টাইফয়েড টিকা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

নুমান হত্যাকান্ড: জনগণের পালস বোঝার চেষ্টা করুন

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

সিলেট জুড়েই এখন আলোচিত একটি ঘটনা হচ্ছে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের নিরীহ ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যাকান্ড। নুমান উদ্দিন নিখোঁজ হন ২৯ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকার পর থেকে। আর তাঁর লাশ পাওয়া যায় ১ অক্টোবর বিকেল ৪ টার দিকে। নিজ বাড়ির প্রায় একশো গজের ভিতর একটি ধানক্ষেতে লাশ পাওয়ার পর থেকে লোকমুখে আওয়াজ উঠে নুমান উদ্দিনকে হত্যা করেছে তাঁর দুধ ভাত দিয়ে লালিত পালিত শ্যালক হানিফ উদ্দিন সুমন ও তাঁর পরিবারের লোকজন। যদিও বিষয়টি সন্দেহজনকভাবে বলা হচ্ছে, তবুও এর পেছনে রয়েছে নানা রহস্য ও যৌক্তিকতা।
এলাকাবাসীর মতে, নুমান উদ্দিনের লাশ যেখানে পাওয়া গেছে, সেখান থেকে নুমান উদ্দিনের বাড়ি পর্যন্ত ধানক্ষেতে একটি চিহ্ন রয়েছে। সেখানকার মানুষ মনে করেন-আর্থিক হিসাব নিকাশ ও বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে নুমান উদ্দিনকে হত্যা করা হয়। নুমান উদ্দিনের মৃত্যুর পর পরিবারের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন তুলেন এলাকাবাসী। শুধু এলাকাবাসী নন, নুমান উদ্দিনের একমাত্র আপন ভাই রিয়াজ উদ্দিন অভিযোগ করছেন তাঁর বড় ভাই নুমান উদ্দিনকে হত্যা করেছে- নুমান উদ্দিনের শ্যালক সুমন, স্ত্রী ও সন্তান মিলে। আবার নিহতের বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস মুন্নি পাল্টা অভিযোগ করছেন- তার বাবাকে চাচারা হত্যা করেছেন। পরিবারের এমন পাল্টাপাল্টি বক্তব্য যখন চরম ধোঁয়াশা তৈরি হয়েছে, ঠিক তখন এলাকার লোকজন শুধুমাত্র নুমান উদ্দিনের শ্যালক সুমন, স্ত্রী ও সন্তানদের অভিযুক্ত করেই কথা বলছেন।
এমন জটিল পরিস্থিতিতে পুলিশ নুমান উদ্দিনের বড় মেয়েকে মামলার বাদী করে অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি হত্যা মামলা নিয়ে বসেন। স্বাক্ষী দেয়া হয় নুমান উদ্দিনের মেয়ের পছন্দের লোকজনকে। এলাকাবাসীর নিকট মূল অভিযুক্ত সুমনকে মামলার রেকর্ডে স্বাক্ষী করা হলেও পরবর্তীতে তাকে সন্দেহজনক আসামি হিসাবে আটক করা হয়। যদিও একজন মেয়ে অগ্রাধিকার ভিত্তিতে মামলার বাদী হওয়ার কথা, তবুও বিষয়টির জটিলতা বিবেচনা করে পরিবারের অন্যান্যদের সাথে পরামর্শ করে মামলাটা নেয়া পুলিশের উচিত ছিল বলে সচেতন মহল মনে করছেন।
এদিকে এই হত্যাকান্ডের অনেক দিন পেরিয়ে গেলেও পুলিশের রহস্য উদঘাটন করতে না পারা এবং মামলার বাদী আটক সুমনকে রক্ষায় ব্যাপক তৎপরতা দেখানোর ফলে জনমনে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। জনগণ কিছুদিন পুলিশের প্রতি আস্থা রেখে যখন ভালো কোন ফলাফল দেখতে না পায়, ঠিক তখনই রাস্তায় নেমে পড়ে। গত বুধবার জকিগঞ্জের ইতিহাসে সবচেয়ে বড় একটি মানববন্ধন ও প্রতিবাদ সভা কালিগঞ্জ বাজারে করেছে সেখানকার সর্বস্তরের নাগরিকবৃন্দ। তারা এই মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে দ্রুততম সময়ের মধ্যে হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। অন্যতায় কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তাঁরা। সভা থেকে বিভিন্ন বক্তা পুলিশের নানা ভুমিকা নিয়েও একাধিক প্রশ্ন তুলেন।
তাই আমরা মনে করি, জকিগঞ্জ থানা পুলিশ জনগণের পালস বোঝে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা যেন গ্রহণ করেন। সব কিছুর উর্ধ্বে থেকে পুলিশ যেন এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত খুনিদের আইনের আওতায় নিয়ে আসেন। এ ঘটনার কারণে পুলিশের ভাবমূর্তি যেন ক্ষুন্ন না হয় সেদিকে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজর রাখা উচিত।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট