সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশীদ চাকসু মামুন নিজ দলের কর্মী-সমর্থক ও নেতৃবৃন্দকে কারো আঙ্গুল দিয়ে কথায় উত্তেজিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বাসস্টেশনে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এমন পরামর্শ দেন।
জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভা চাকসু মামুন বলেন-” আমি নতুন নই, প্রত্যেকটি চেহারা আমার পরিচিত। আপনাদের সাথে আমি দীর্ঘদিন থেকে কাজ করি, আমাকে শ্লোগান দিয়ে নতুন করে পরিচিত করতে হবেনা। আমি পরিস্কারভাবে বলতে চাচ্ছি, আমরা এই মুহূর্তে ভোটের রাজনীতি করছি। অনেকে অনেক ধরণের কথা বলেন, অনেকে অনেক ধরণের আঙুল বাজি করেন, দয়া করে এসব আঙুল বাজি থেকে সবাই দূরে থাকবেন। আমাদের নেতাকর্মীদের উত্যক্ত করেন, গরম করার চেষ্টা করেন, বিভিন্নভাবে আজে বাজে ভাষায় কথা বলে অনেকে আমাদেরকে উত্তেজিত করতে চেষ্টা করেন। আমি আমার প্রিয় সাথীদেরকে বলবো, আমার প্রিয় সহকর্মী ও বন্ধুদেরকে বলবো, আপনারা যারা মুরব্বীরা আছেন আপনাদের বলবো- দয়া করে কারো কোন ধরণের পিং চিংয়ে আমরা যেন বিব্রত বা উত্তেজিত না হই। কারণ আমাদের সামনে কাজ হলো নির্বাচন।”
জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সহ পরিবেশ বিষয়ক সম্পাদক ইসমাঈল হোসেন সেলিমের পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সেচ্ছাসেবক দলে নেতা আব্দুল মুনতাকিম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছুর রহমান, জকিগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আব্দুল করিম, আজিজুর রহমান, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর রিপন আহমদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদ, জকিগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক নিজামুল হক চৌধুরী, জকিগঞ্জ পৌর বিএনপির সহ সভাপতি সাবেক কাউন্সিলর শামীম আহমদ, উপজেলা যুবদল নেতা হিফজুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা শামসুল ইসলাম সমছু, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম, ময়নুল হক, আব্দুর রহমান, কাওছার রশীদ বাবু, আব্দুল আহাদ, আব্দুস শহীদ, ইকবাল আহমদ, নুরুল ইসলাম খাঁন, জকিগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ, জকিগঞ্জ উপজেলা শ্রমিকদলের আহবায়ক মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ খান, জকিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজির হোসেন, আব্দুল্লাহ আল হাসান, যুবদল নেতা মাজেদ আহমদ, সামাদুর রেজা চৌধুরী, জকিগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মালিক ও ইছামতি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা আলী আহমদ প্রমূখ।
আলোচনা সভা শেষে সভাপতির বক্তব্যে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান বলেন- আমি বিগত ২০১০ সাল থেকে জকিগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ঠ হয়েছিলাম, আজ পর্যন্ত আমি মাঠ ছেড়ে চলে যাইনি। অনেক এসেছেন, আবার চলেও গিয়েছেন। অনেক বিদেশ থেকে এসে এখন মাঠ জয়জয়কার করে চলেছেন, কিন্তু বিগত ১৭ বছর উনাদের কোন সন্ধান পাওয়া যায় নাই। এখন উনারা এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, সব হতে চায়! তাইলে আমরা কি করলাম বিগত ১৭ বছর? যারা আজকে এমপি হতে চান, মন্ত্রী হতে চান, আমাদের কোন আপত্তি নেই। আপনারা যার যা খুশি তা হবেন, কিন্তু মনে রাখবেন আমরা বিগত ১৭ বছর এই জকিগঞ্জ-কানাইঘাটের মাটিতে মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম, বার বার মামলা ও কারা নির্যাতনের শিকার হয়েছি, তখন আপনারা কোথায় ছিলেন? আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আন্দোলনের শেষ কর্মীকে মূল্যায়ন করবেন। তাহলে আপনারা নয়, আমরাই এমপি হবো, মন্ত্রী হবো। তিনি প্রবাসী বিএনপি নেতৃবৃন্দকে আগামী ১৭ বছর এলাকায় সময় দিয়ে এমপির হওয়ার জন্য মনোনয়ন চাওয়ার আহবান জানান।
Leave a Reply