জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান পবিত্র উমরাহ পালনে গিয়েছেন। তিনি সোমবার (১৩ অক্টোবর) এক বিশাল কাফেলা নিয়ে পবিত্র উমরাহ পালনের জন্য সৌদী আরবের পৌছেছেন। তাঁর তত্ত্বাবধানে এই সফরে জকিগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নিয়েছেন।
জানা যায়, এই কাফেলাটি আল-মারওয়ান ট্রাভেলস এন্ড ট্যুরস-এর ব্যবস্থাপনায় উমরাহ পালন করতে গিয়েছেন। পবিত্র এই সফরের প্রস্তুতির অংশ হিসেবে তিনি এক “উমরাহ প্রশিক্ষণ কর্মশালা” করেছেন। কর্মশালায় তিনি কাফেলার সকল সদস্যকে উমরাহর সঠিক নিয়ম-কানুন, আহকাম, এবং মক্কা-মদিনার ঐতিহাসিক স্থানসমূহের গুরুত্ব সম্পর্কে হাতে-কলমে বিস্তারিত প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ শেষে মুফতি আবুল হাসান প্রশিক্ষণার্থীদের হাতে প্রয়োজনীয় নির্দেশিকা ও কাগজপত্র তুলে দেন। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে, সকল যাত্রী যেন পূর্ণাঙ্গ জ্ঞান নিয়ে পবিত্র ভূমি সফর করেন।
এ বিষয়ে জানতে চাইলে মুফতি আবুল হাসান বলেন- উমরাহ যাত্রাকে আমরা কেবল একটি ভ্রমণ হিসেবে নয়, বরং একটি সুসংগঠিত আধ্যাত্মিক ইবাদত হিসেবে মনে করছি। আল্লাহর মেহমান হিসেবে বাইতুল্লাহর উদ্দেশে যাত্রা করা এক বিশাল সৌভাগ্যের বিষয়। আমি চেষ্টা করব যাতে আমার কাফেলার সবাই সঠিক নিয়মে ও পূর্ণ মনোযোগের সাথে উমরাহ সম্পন্ন করতে পারেন। নিরাপদ সফরের জন্য আমি দেশ ও জাতির সকলের দোয়া কামনা করছি।
Leave a Reply