কুমিল্লায় পুজা মন্ডপে পবিত্র ক্বোরআন অবমাননাকারীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে জকিগঞ্জের কালিগঞ্জ বাজারে বুধবার রাতে ঘটে যাওয়া সংঘর্ষ ও গাড়ি ভাংচুরের ঘটনাকে অপ্রত্যাশিত, অনভিপ্রেত ও দুঃখজনক বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখা।
বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বির, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, জকিগঞ্জ পৌরসভা শাখার সভাপতি মাওলানা আবদুস সালাম ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ এক যৌথ বিবৃতিতে এমনটাই মন্তব্য করেছেন।
জকিগঞ্জ খেলাফত মজলিস নেতৃবৃন্দ বলেন, এদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার জন্য একটি গোষ্ঠী সব সময় অপতৎপরতায় লিপ্ত। কুমিল্লার ঘটনা এবং বুধবার কালিগঞ্জ বাজারে সংঘটিত অপ্রীতিকর পরিস্থিতি যার প্রমাণ বহন করে।’ দেশের কোনো দায়িত্বশীল ব্যক্তি এসব ঘটনাকে সর্মথন করতে পারে না। আমরাও অনাকাঙ্খিত এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
নেতৃবৃন্দ জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে কোন নিরীহ নাগরিককে হয়রানী না করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জকিগঞ্জের ধর্মীয় সম্প্রীতি রক্ষায় খেলাফত মজলিস সব সময় বদ্ধপরিকর। তাই এ ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানাচ্ছি।
Leave a Reply