জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলকারনাইন লস্কর-ব্যক্তিগত ফেসবুক আইডি’র ন্যায় হুবহু একটি ফেইক আইডি খোলে নানা অপপ্রচার ও অশালীন পোস্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করেছেন চেয়ারম্যান জুলকারনাইন লস্কর।
তিনি বলেন, আমার ব্যক্তিগত ফেসবুক আইডি ন্যায় অবিকল আরেকটি ফেসবুক আইডি খোলে অজ্ঞাতনামা ব্যাক্তিরা গত শনিবার (৪ সেপ্টেম্বর) অশালীন ভাষায় বিভিন্ন পোস্ট করে অপপ্রচার চালাচ্ছে। এতে আমি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছি। ভবিষ্যত নিরাপত্তার জন্য জকিগঞ্জ থানায় সাধারণ ডায়রী করেছি।
Leave a Reply