1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অস্ট্রেলিয়া সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

এম.এ.ওয়াহিদ চৌধুরী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় (সিসিইউ) চিকিৎসাধীন আছেন। তার রোগমুক্তি কামনায় দেশে-বিদেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সিডনীর লাকেম্বা লাইব্রেরী হলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক মশিউর রহমান তুহিন-এর সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদুর রহমান-এর পরিচালায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাসেদুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির (যুগ্ম সম্পাদক পদ মর্যাদার) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ অমি ফেরদৌস। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি এ এফ এম তাওহিদুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ এক কঠিন সময় পার করছেন। তিনি গুরুত্বর অসুস্থ অবস্থায় হসপিটালে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছেন। বাংলাদেশের চরম সংকটময় এই সময়ে তার মত একজন অবিভাবকের বেঁচে থাকা খুবই প্রয়োজন। সুতরাং এই মুহূর্তে মহিয়াসী নারীর প্রতি আমাদের সকলে যার যার অবস্থান থেকে প্রানভরে তার দ্রত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা খুবই প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী, সহ সভাপতি আশরাফুল আলম, সেলিম লিয়াকত, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক, যুবদল অস্ট্রেলিয়া শাখার প্রস্তাবিত আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব ফারুক হোসেন খাঁন, স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার যুগ্ম আহ্বায়ক খাজা দাউদ, আহসান হাবিব, মুরাদ হোসেন, ওয়ারিস মাহমুদ, সাহাব উদ্দিন শিহাব, স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার সিনিয়র সদস্য সাহিনুর রহমান, জাসাস অস্ট্রেলিয়া শাখার সাবেক সভ্যপতি আব্দুস সামাদ শিবলু, স্বেচ্ছাসেবক দল নিউ সাউথ ওয়েলস শাখার আহ্বায়ক মিঠু ব্যপারী, সদস্য সচিব নুর আলম ও সদস্য ফারদিন হোসেন প্রমুখ। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি এ এফ এম তাওহিদুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট