ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই আগামী শনিবার জকিগঞ্জ আসছেন। ওইদিন বিকাল ৩ ঘটিকার সময় জকিগঞ্জ টাউন ঈদগাহ মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি জকিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুজাহিদ কমিটি জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, জকিগঞ্জ শহরে এই প্রথমবারের মতো কোন মাহফিলে হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই বয়ান পেশ করবেন। তাই দেশের আলোচিত একজন ইসলামিক নেতার জকিগঞ্জ আগমণ উপলক্ষে ব্যাপক সাড়া পড়েছে।
নেতৃবৃন্দ জানান, বিকাল ৩ ঘটিকায় শায়খে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীর জকিঞ্জের আটগ্রাম বাসষ্টেশনে এসে পৌছলে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ মুজাহিদ কমিটির নেতৃবৃন্দসহ তৌহিদী জনতা বিশাল মোটর শুভাযাত্রা সহ জকিগঞ্জ তিন নদীর মোহনা সহ জকিগঞ্জের নদী ভাঙ্গন পরিদর্শন করবেন। ওইদিন বাদ মাগরিব তিনি জকিগঞ্জ টাউন ঈদগাহ মাঠে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথির বয়ান পেশ করবেন। মাহফিলকে সফল করতে ইতিমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ সভাপতি মোঃ নুরুল আমীন, জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম মোঃ শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, মাওলানা লুৎফুর রহমান শামীম ও আব্দুল খালিক প্রমূখ।
সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সহ সভাপতি রহমত আলী হেলালী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সম্পাদক এনামুল হক মুন্না, সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, কোষাধ্যক্ষ আল হাছিব তাপাদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিপন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কেএম মামুন, সদস্য ওমর ফারুক, আবু বকর মোঃ ফয়ছল প্রমূখ।
Leave a Reply