লেখক, সাংবাদিক ও শিক্ষক মোঃ ইউনুছ আলী রচিত আমার দেখা কয়েকজন “সফল মানুষের গল্প” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর তালতলাস্থ পাপড়ি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে বইটির মোড়ক উন্মোচন করেন লেখক, কবি, সাহিত্যক, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ।
সিলেট দারুল আজহার মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ মনজুরে মাওলার সভাপতিত্বে ও লেখক, ছড়াকার কামরুল আলমের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছড়াকার জহুর মুনিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শক্তিমান কবি কালাম আজাদ।
বইয়ের লেখক মোঃ ইউনুছ আলীর স্বাগত বক্তব্যে সুচিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও সাহিত্য সমালোচক বাছিত ইবনে হাবিব।
বক্তব্য রাখেন জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন লস্কর, গঙ্গাজল (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালিক, কবি এম এ ফাত্তাহ, জকিগঞ্জ সংবাদ-এর প্রধান সম্পাদক রহমত আলী হেলালী, কবি সৈয়দ আছলাম হোসেন, সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী, প্রাবন্ধিক মাজহারুল ইসলাম জয়নাল, কণ্ঠশিল্পী মতিউর রহমান, সুলেখক কায়েস মাহমুদ চৌধুরী, সাংবাদিক মাহবুবুল করিম এবং ইমাম ও খতিব হাফিজ আমিনুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে কবি কালাম আজাদ বলেন, “মো: ইউনুছ আলী এ গ্রন্থে সমাজের বিভিন্ন ক্ষেত্রের ৬২ জন সফল মানুষের জীবনের সংগ্রাম, পরিশ্রম ও অর্জনের কাহিনি তুলে ধরেছেন , যা তরুণ সমাজের জন্য হবে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী। আমরা আশাবাদী, তিনি তাঁর এই সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখবেন। এছাড়া অনুষ্ঠানে আগত সকল বক্তাই লেখকের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এরকম সাহিত্যচর্চা অব্যাহত রাখার আহ্বান জানান। পরে উপস্থিত অতিথিবৃন্দ প্রায় ১০ ফর্মার এই বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন।
Leave a Reply