জকিগঞ্জ প্রেসক্লাব-এর যুগ্ম সম্পাদক ও জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী সদ্য সমাপ্ত জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাংবাদিক এনামুল হক মুন্না সকল ব্যবসায়ী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) তিনি এক বার্তায় বলেন- আমি জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে টেলিভিশন প্রতীকে অংশ নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছি। হঠাৎ নির্বাচনে অংশ নিয়ে খুবই স্বল্প সময় হওয়ায় অনেক ভোটারের কাছে যেতে পারিনি, ঠিকমতো বলতে পারিনি। এর পরও সর্বস্থরের সম্মানিত ব্যবসায়ীরা সম্মান দিয়েছেন। একই সাথে দেশ ও প্রবাসের আমার প্রাণপ্রিয় শুভার্থী, প্রিয়জন সার্বিক সহযোগিতা করে ব্যাপক উৎসাহিত করেছেন। অনেকে দূরে থেকে বা জকিগঞ্জ বাজারে এসে এনামুল হক মুন্না হয়ে ব্যবসায়ীদের কাছে ভোট চেয়েছেন। এমনকি যাবতীয় নির্বাচনী ব্যয় নির্বাহ করেছেন। তন্মধ্যে মানবসেবা ফাউন্ডেশন সহ অনেকের অবদান অতুলনীয়। আমি এতো এতো ভালোবাসা, আন্তরিকতা পেয়ে সত্যি অভিভূত, আবেগাপ্লুত। মহান আল্লাহ সকলকে উত্তম বদলা দান করুন। নব নির্বাচিত কমিটিকে সবাইকে তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন- “জয় পরাজয় বড় কথা নয়, আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ।”
Leave a Reply