শ্রমিক জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার অভিষেক ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ২ ঘটিকায় জেলা কার্যালয়ে শ্রমিক জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
শ্রমিক জমিয়ত সিলেট জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল কাদির জাকিরের পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ফয়যুল হাসান খাদিমানী।
অভিষেক ও শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়ত নেতা মাওলানা নজরুল ইসলাম, মাওলানা রুহুল আমীন, ইঞ্জিনিয়ার আব্দুল কাদির জাকির, মাওলানা এনামুল হক, মাওলানা জুবের আহমদ, মাওলানা আমজাদ হুসেন, মাওলানা ফজলুর রহমান ও আব্দুল মজিদ জুনেদ প্রমুখ।
অভিষেক ও শপথ অনুষ্ঠানে শ্রমিক জমিয়তের শাখাকে তরান্বিত করা ও সদস্য সংগ্রহ করার কৌশল এবং কর্মসূচি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা উপস্থাপনা করেন বক্তারা।
পরিশেষে দোয়া’র মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply