1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জ প্রেসক্লাবে সাবেক সভাপতি আব্দুল খালিক তাপাদারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত চাকসু নির্বাচনে এবার লড়ছেন জকিগঞ্জের ইসমাইল ফাহিম:দোয়া ও সমর্থন প্রত্যাশী জকিগঞ্জে নুমান হত্যাকান্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনে মানববন্ধন জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে- মাওলানা হাফিজ আনওয়ার হোসাইন খান জকিগঞ্জের কামালপুর মাদ্রাসায় ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত জকিগঞ্জ-শেওলা সড়ক সংস্কারের দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত সড়কের বাজার-টু-ভিঙ্গাইর বাজার রাস্তার কাজ চালুর দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান জকিগঞ্জ-শেওলা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান জকিগঞ্জ প্রেসক্লাবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক নুরুজ্জামান জামানের মতবিনিময় জকিগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

সিলেটে সর্বাধিক পুজা মন্ডপ জকিগঞ্জে: ৮৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা শুরু–সতর্ক অবস্থানে পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনী

রহমত আলী হেলালী
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট জেলার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পূজামন্ডপ রয়েছে জকিগঞ্জ উপজেলায়। সীমান্তবর্তী এ উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৮৫টি পুজা মন্ডপ রয়েছে। তন্মধ্যে উপজেলার ১নং বারহাল ইউনিয়নের বুরহানপুর, খিলগ্রাম, পইল, পুটিজুরী, কচুয়া, নুরনগর ও মহিদপুর গ্রামে ৯টি মন্ডপ, বীরশ্রী ইউনিয়নের পূর্ব জামডহর, পশ্চিম জামডহর, উজিরপুর, মধ্য বড়চালিয়া, পশ্চিম বড়চালিয়া, পূর্ব বড়চালিয়া, উত্তর বিপক, রঘুরাশি, পূর্ব ডালুরপার, পশ্চিম ডালুরপার ও দক্ষিণ বিপক গ্রামে ১২টি মন্ডপ, কাজলসার ইউনিয়নের নীলাম্বরপুর, নীলাম্বরপুর পূর্ব, জামালপুর, সোনাপুর, কামালপুর, যশা, কড়ইমুড়া ও নোয়াগ্রামে ১২টি মন্ডপ, খলাছড়া ইউনিয়নের তেলিকান্দি, হামিন্দপুর, মাদারখাল, হলদিরপার, কদমতলা, বনগ্রাম, পশ্চিম বেউর ও সদরপুর গ্রামে ১০টি মন্ডপ, জকিগঞ্জ সদর ইউনিয়নের হোসনাবাদ ও রহিমখাঁরচক গ্রামে ৩টি মন্ডপ, সুলতানপুর ইউনিয়নের মির্জারচক, কেরাইয়া ও তিরাশী গ্রামে ১০টি মন্ডপ, বারঠাকুরী ইউনিয়নের বারগাত্তা, চাঁনপুর, সোনাসার, আমলশীদ ও গর্দিশপুর গ্রামে ৬টি মন্ডপ, কসকনকপুর ইউনিয়নের কসকনকপুর, উত্তর কসকনকপুর, উত্তর গন্ডারগড়, দক্ষিণ গন্ডারগড় ও বলরামের চক গ্রামে ৬টি মন্ডপ, মানিকপুর ইউনিয়নের খলাদাপনিয়া, মঙ্গলপুর, আকাশ মল্লিক, দাউদপুর, ওয়াশার, ব্রাম্মণগ্রাম, ওয়াসার, মাতারগ্রাম, কিয়াচন্দন, জারুলতলা, কোনাগ্রাম, জিয়াপুর, খাসেরা ও রসুলপুর গ্রামে ১৫টি মন্ডপ, জকিগঞ্জ পৌরসভার গোপীরচকে ১টি মন্ডপ ও বীরশ্রী ইউনিয়নের বড়চালিয়া গ্রামে ১টি পারিবারিক মন্ডপসহ মোট ৮৫টি মন্ডপে রোববার (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠী তিথির মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শারদীয় দুর্গাপূজা। শনিবারের মধ্যেই প্রতিটি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে এবং পূজা উপলক্ষে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপী এই উৎসব। শ্বশুরবাড়ি কৈলাস (স্বর্গলোক) থেকে কন্যারূপে দেবী দুর্গা বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আসছেন। এবার দেবী দুর্গা আসছেন গজে (হাতি) করে। বিদায় নেবেন দোলায় (পালকি) করে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজস্ব বিশ্বাস। তিনি জানিয়েছেন-এই বছর প্রতিটি পূজামণ্ডপে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ও নিরাপত্তা নিশ্চিত করে পূজা উদযাপন হবে। প্রশাসন ও স্থানীয়দের সার্বিক সহযোগিতা রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় পূজামণ্ডপগুলোতে লাইটিং, সাউন্ড ও রঙিন সাজসজ্জায় উৎসবের আমেজ বিরাজ করছে। শিশু-কিশোর, নারী-পুরুষ নির্বিশেষে সকল বয়সী মানুষের মধ্যে বইছে আনন্দের ঢেউ।
এদিকে শারদীয় দুর্গোৎসব যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে পুলিশ বাহিনী ও উপজেলা প্রশাসন পৃথক বৈঠক করেছে। শারদীয় দূর্গোৎসবে আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে পূজামন্ডপগুলোর জন্য নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা। পুলিশ, আনসার ও বিজিবি’র পাশাপাশি সেনাবাহিনীও বিভিন্ন মন্ডপে দায়িত্ব পালন করবে। প্রতিটি মন্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক টিমও থাকবে। এ তথ্য নিশ্চিত করেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।
তিনি বলেন-জকিগঞ্জ উপজেলার ৮৫টি মন্ডপ/মন্দিরের মধ্যে ৮৪ টিতে সার্বজনীন ও ১টিতে পারিবারিক পূজা উদযাপন করা হবে। পুলিশ পূজামণ্ডপের নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে। দুর্গা পূজা উপলক্ষে পুলিশ প্রাক পূজা, পূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন ও পূজা-পরবর্তী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এরই মধ্যে পূজাকেন্দ্রিক পুলিশের নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গা পূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে উদযাপিত হবে। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরও জানান, ১৫০ জন পুলিশ সদস্যের পাশাপাশি প্রতিটি মন্ডপ/মন্দিরে ৫/৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হয়েছে, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান বলেন- আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুজা উপলক্ষে প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ ও প্রতিটি ইউনিয়ন ভিত্তিক নিরাপত্তা টিম তৈরি করে দিয়েছি। এছাড়াও উপজেলাব্যাপী নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে ভিজিলেন্স টিম। ঝূঁকিপূর্ণ মন্ডপগুলোর প্রতি আইন শৃংখলা বাহিনীর থাকবে কড়া নজরদারি। যেকোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন সার্বক্ষণিক কঠোর অবস্থানে থাকার কথাও জানান তিনি।
সিলেট ১৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানান-জকিগঞ্জের সীমান্তবর্তী ৫২টি পুজা মন্ডপে ১৯ বিজিবি ব্যাটালিয়ানের আট প্লাটুন সদস্য কড়া নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য যে, এ বছর সিলেট মহানগর এলাকায় সার্বজনীন ১৪২টি ও পারিবারিক আয়োজনে ২০টি পূজো অনুষ্ঠিত হচ্ছে। সব মিলিয়ে সিলেট মহানগর এলাকায় সর্বমোট ১৬২টি মণ্ডপে পূজো অনুষ্ঠিত হচ্ছে। সিলেট জেলার বিভিন্ন উপজেলায় সার্বজনীন পূজো হচ্ছে ৪২৭টি এবং পারিবারিক পূজো হচ্ছে ২৯টি। সিলেট জেলার সার্বজনীন ও পারিবারিক মিলিয়ে সর্বমোট ৪৫৬টি পূজো হচ্ছে। সিলেট জেলা এবং সিলেট মহানগর মিলিয়ে সর্বমোট ৬১৮টি মণ্ডপে দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে আয়োজিত হচ্ছে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সার্বজনীন ৫৯টি ও পারিবারিক ৩টি, বালাগঞ্জ উপজেলায় সার্বজনীন ৩০টি ও পারিবারিক ২টি, কানাইঘাট উপজেলায় সার্বজনীন ৩১টি, জৈন্তাপুর উপজেলায় সার্বজনীন ১৯টি, ফেঞ্চুগঞ্জ উপজেলায় সার্বজনীন ৪১টি ও পারিবারিক ১টি, বিশ্বনাথ উপজেলায় সার্বজনীন ২২টি ও পারিবারিক ২টি, গোয়াইনঘাট উপজেলায় সার্বজনীন ৪০টি, জকিগঞ্জ উপজেলায় সার্বজনীন ৮৪টি ও পারিবারিক ১টি, বিয়ানীবাজার উপজেলায় সার্বজনীন পূজা ৪৩টি ও পারিবারিক ১১টি, কোম্পানীগঞ্জ উপজেলায় সার্বজনীন ২৭টি এবং ওসমানীনগর উপজেলায় সার্বজনীন পূজা ৩১টি ও পারিবারিক ৯টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। এদিক বিবেচনায় সিলেট জেলার মধ্যে সর্বাধিক পুজা মন্ডপ রয়েছে জকিগঞ্জ উপজেলায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট