সিলেট-জকিগঞ্জ সড়কে দীর্ঘ প্রত্যাশিত আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস আজ ১লা অক্টোবর থেকে চালু হচ্ছে। জকিগঞ্জের যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে বাস ও মিনি বাস মালিক সমিতি। বিষয়টি নিশ্চিত করেছেন বাস মালিক সমিতির নেতা দেলোয়ার হোসেন নজরুল। তিনি জানান, প্রতিদিন নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সিলেট শহর থেকে জকিগঞ্জ পর্যন্ত এবং জকিগঞ্জ থেকে সিলেট পর্যন্ত এসি বাস চলাচল করবে। মাত্র ২৪০ টাকায় যাত্রীরা পাবেন ঝামেলাহীন ও আরামদায়ক সেবা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায়, এসি বাসের প্রাথমিক স্টেশন সমূহ হচ্ছে- জকিগঞ্জ বাজার, বাবুর বাজার, কালিগঞ্জ বাজার, আটগ্রাম বাসস্টেশন ও সড়কের বাজার। প্রতিদিন সিলেট থেকে বাস ছাড়বে সকাল ৭টা ৫০ মিনিট, ১০টা ৫০ মিনিট, দুপুর ২ ঘটিকা, বিকাল ৪ টা ২০ মিনিট ও সন্ধ্যা ৬ ঘটিকায়। অপরদিকে জকিগঞ্জ থেকে প্রতিদিন বাস ছাড়বে সকাল ৭টা ৩০ মিনিট, ৮টা ৪৫ মিনিট, ১১টা ৩০ মিনিট, দুপুর ২টা ২০ মিনিট ও বিকাল ৫ ঘটিকায়।
এ বিষয়ে সম্প্রতি এক সভা অনুষ্ঠিত হয়, এতে উপস্থিত ছিলেন সিলেট বাস মালিক সমিতির সভাপতি আব্দুল গণি চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান রঞ্জু, যাত্রী অধিকার পরিষদের সভাপতি এস এম পারভেজ, বিচার কমিটির সভাপতি নজরুল ইসলাম, যাত্রী অধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক শাহানুর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, কোষাধ্যক্ষ ইমরান হোসাইন ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহ আলম।
Leave a Reply