1. admin@zakiganjsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন জকিগঞ্জের তানিম জকিগঞ্জের বারহাল ডিগ্রি কলেজে নির্মাণাধীন মসজিদে ফয়ছল চৌধুরী ট্রাস্টের অনুদান প্রদান জকিগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপির শোকসভায় দোয়া করলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক শুভ ইংরেজী নববর্ষ: আঁধার পেরিয়ে আলোর প্রত্যাশা সিলেট জুড়ে আলোচিত কে এই ফাহিম আল্ চৌধুরী? সিলেট-৫ আসন: ভোটের মাঠে বৈধ ৫ প্রার্থী, বাছাইয়ে বাদ ১ জন বিএনপি থেকে বহিস্কার এমপি প্রার্থী চাকসু মামুন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী’র শোক প্রকাশ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফাহিম আল্ চৌধুরীর শোক কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

সিলেট-জকিগঞ্জ সড়কে এসি বাসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলো যাত্রী অধিকার পরিষদ

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

সিলেট-জকিগঞ্জ সড়কে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে এসি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছে যাত্রী অধিকার পরিষদ। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে জকিগঞ্জ এম এ হক চত্বরে সর্বদলীয় এক অনুষ্ঠানের মাধ্যমে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে যাত্রী অধিকার পরিষদ, জকিগঞ্জ।
পরিষদের উপদেষ্টা মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও পরিষদের সভাপতি সাদেক মোহাম্মদ পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, সিলেট-জকিগঞ্জ বাস মালিক সমিতির সহ সভাপতি আজিজুর রহমান রঞ্জু, সিলেট-জকিগঞ্জ বাস মালিক সমিতির সম্পাদক রিয়াজুল ইসলাম রাজন, সিলেট-জকিগঞ্জ মিনিবাস উপ-কমিটির সভাপতি হেলাল আহমদ, জকিগঞ্জ পরিবেশক এসোসিয়েশনের সেক্রেটারি মোঃ আব্দুল কুদ্দুস, সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাফরুল ইসলাম, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন লস্কর, সালাহ উদ্দিন মাহমুদ, আমিনুর রশীদ রিপন, হোসেন আহমদ, জকিগঞ্জ জামেয়া ইসলামিয়ার প্রিন্সিপাল মাওলানা শাহরিয়ার হোসেন, সাবেক শ্রমিক নেতা আহসান মোঃ সুহেল, জকিগঞ্জ ইউনাইটেড এসোসেয়েশনের সহ সভাপতি কয়েছ আহমদ ও সাবেক ছাত্রনেতা সাইদুল ইসলাম প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসাইন ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু।
অনুষ্ঠানে বক্তারা সিলেট-জকিগঞ্জ সড়কে এসি বাস চালু করায় সিলেট জেলা বাস-মিনিবাস সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ঠ সবাইকে ধন্যবাদ জানান। বক্তারা বলেন- সিলেট-জকিগঞ্জ সড়কে এসি বাসের প্রত্যাশা জকিগঞ্জবাসীর দীর্ঘদিনের। মানুষের সেই প্রত্যাশা পূরণ করায় জকিগঞ্জবাসী আনন্দিত। বক্তারা এসি বাসের বাড়া আরও সহনীয় করতে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে স্টপিজ দেয়ার জন্য বাস মালিক সমিতির প্রতি অনুরোধ জানান। বিশেষ করে এমন একটি মহৎকাজে যাত্রী অধিকার পরিষদ, জকিগঞ্জ সহযোগিতা করায় তাদেরকেও ধন্যবাদ জানান বক্তারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট