1. admin@zakiganjsangbad.com : admin :
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শুভ ইংরেজী নববর্ষ: আঁধার পেরিয়ে আলোর প্রত্যাশা সিলেট জুড়ে আলোচিত কে এই ফাহিম আল্ চৌধুরী? সিলেট-৫ আসন: ভোটের মাঠে বৈধ ৫ প্রার্থী, বাছাইয়ে বাদ ১ জন বিএনপি থেকে বহিস্কার এমপি প্রার্থী চাকসু মামুন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী’র শোক প্রকাশ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফাহিম আল্ চৌধুরীর শোক কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু জকিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা উদ্ধার: যুবক আটক জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই —মাওলানা মুফতী আবুল হাসান জকিগঞ্জে সুরমা নদীর ভাঙন পরিদর্শন করলেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক

সিলেট জুড়ে আলোচিত কে এই ফাহিম আল্ চৌধুরী?

মোঃ ইউনুছ আলী
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩ টায় উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্স মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়র্সের। এরপর থেকে ক্রিকেট উন্মাদনায় মেতে ওঠে চায়ের দেশ খ্যাত সিলেট অঞ্চল। একই সাথে ফাহিম আল্ চৌধুরী নামের এক ব্যক্তি সিলেট জুড়ে আলোচনায় চলে আসেন। তিনি সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় বেসরকারি হেলিকপ্টার নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন। এরপর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন- “বিপিএলকে গোনার টাইম নেই, আইপিএল নিয়ে ভাবেন’। এরপর থেকে শুরু হয় বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার ঝড়। শুধু সিলেট নয়, দেশের গন্ডি পেরিয়ে বিশ্বজুড়ে আলোচিত হয়ে উঠেন ফাহিম আল্ চৌধুরী! এরপর তিনি বিপিএল নিয়ে তাঁর আবেগের কথা তুলে ধরেন বিভিন্ন গণমাধ্যমে। বলেন-তিনি বিপিএলকে আইপিএল-এর উচ্চতায় দেখার আকাঙ্খা করেন বলেই আবেগের জায়গা থেকে এভাবে বলেছেন। এরপর যখন বিষয়টি থেমে যাওয়ার কথা, তখনও কতিপয় ফেসবুক ও ইউটিউবাররা ভিউয়ের আশায় বিষয়টির পিছু ছাড়ছিলেন না। এমনি প্রেক্ষাপটে ফাহিম আল্ চৌধুরী নিজের ব্যক্তিগত ভেরিফাই ফেসবুক আইডিতে লিখেন- ‘অন্তত আমি তো কিছু ভিউ ব্যবসায়ীকে দুমুঠো ভাত জোটানোর সুযোগ করে দিয়েছি! ওদের একটাই চাকরি, নেগেটিভ কথা ছড়িয়ে ভিউ কামানো, কারণ পজিটিভ করলে তো পেটই চলবে না। নেগেটিভ ভিউ হোক উদর পজিটিভ কাজ হোক, পেট যেন ভরা থাকে!’ তাঁর এই ফেসবুক পোস্টের পর কতিপয় অতি উৎসাহী বিষয়টিকে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে ফাহিম আল্ চৌধুরী পোস্ট করেছেন বলে প্রচার করতে শুরু করেন। এক পর্যায়ে এই পোস্টের প্রতিবাদে সিলেট টাইটান্সের ম্যাচ বয়কটের ঘোষণা দিয়ে দেন সাংবাদিকদের একটি অংশ। সাংবাদিকরা চব্বিশ ঘন্টার মধ্যে ফাহিম আল্ চৌধুরী ক্ষমা না চাইলে সিলেট টাইটান্সের ম্যাচ কাভার করবে না এমনটাই জানিয়ে দেয়। এনিয়েও পুনরায় শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। সাংবাদিকদের এমন বয়কটের বিষয়টিকে পাত্তা দেননি ফাহিম আল্ চৌধুরী। এতে কিছু সংখ্যাক সাংবাদিকরা ক্ষেপে উঠলেও সিলেটবাসী পাঁশে দাঁড়ায় ফাহিম আল্ চৌধুরীর। তাঁরা সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে প্রচার শুরু করে- “সাংবাদিকরা সিলেট টাইটান্সের ম্যাচ কাভার না করলে সিলেটবাসী একটি একটি মোবাইল হাতে নিয়ে লাইভ করে তা প্রচার করবে।” তাঁরা সিলেটের গৌরব ফাহিম আল্ চৌধুরীর ক্ষমা চাওয়ার প্রশ্নই আসেনা বলে প্রচার শুরু করেন। হাজার হাজার ফেসবুক আইডি থেকে এমন প্রচার শুরু হলে বিষয়টি এমনিতেই থেমে যায়। এরপর রোববার (৪ জানুয়ারী) দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে আসেন ফাহিম আল্ চৌধুরী। এ সময় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন গণমাধ্যম তাকে ব্যাপক হারে প্রচার করে। তাঁর আগমনকে ঘিরে সিলেটজুড়ে বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও আনন্দের আবহ তৈরি হয়। সিলেট নগরীর মোড়ে মোড়ে তাঁর বাহারী ফেস্টুন ও বিলবোর্ড যেন বাড়তি অনন্য আকর্ষণ হয়ে উঠে। তাকে সিলেট এম.এ.জি. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েক হাজার মোটর সাইকেল শুভাযাত্রার মাধ্যমে নিয়ে আসা হয়।
কে এই ফাহিম আল্ চৌধুরী?
সিলেটের জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের শাহবাগ মহিদপুর গ্রামের মসজিদ ওয়ালা বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ফাহিম আল্ চৌধুরী। তাঁর বাবা মরহুম মাওলানা আব্দুল মুছাব্বির চৌধুরী ছিলেন অত্যন্ত সুনামখ্যাত একজন আল্লাহ ওয়ালা ও পরহেজগার আলেমে দ্বীন। ফাহিম আল্ চৌধুরী সেই ছোটকাল থেকে পরিবারের সাথে যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন। উচ্চ শিক্ষায় শিক্ষিত ফাহিম আল্ চৌধুরীর ইংল্যাণ্ড ও আরব আমিরাত সহ বিভিন্ন দেশে রয়েছে নানা ধরণের ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠান। তিনি তাঁর আয়ের একটি বড় অংশ দেশ-বিদেশে মানবিক ও সামাজিক কাজে ব্যায় করেন। বিশেষ করে সিলেটের জকিগঞ্জ-কানাইঘাটে শিক্ষা, চিকিৎসা, উন্নয়ন ও মানবিক কার্যক্রমসহ জনকল্যাণমূলক মুখী নানা উদ্যোগে সর্বস্তরের মানুষের কাছে তিনি যেন এক ন্যাচারাল হিরো। তিনি দীর্ঘ কয়েক যুগ থেকে অত্যন্ত গোপনে নিজ এলাকার মানবিক, সামাজিক, শিক্ষা-চিকিৎসা ও উন্নয়নমূলক কাজ করে আসছেন। গত কয়েক বছর থেকে তিনি নিজের নামে প্রতিষ্ঠিত ফাহিম আল্ চৌধুরী ট্রাস্টের মাধ্যমে নানা ধরণের সেবা ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। জকিগঞ্জ-কানাইঘাটের শিক্ষা-চিকিৎসা ও মানবিক কাজের অগ্রগতিতে তাঁর অবদান অতুলনীয়। তিনি এসব কর্মকাণ্ডের পাশাপাশি মিডিয়ার কল্যাণেও ব্যাপক অবদান রাখছেন। সম্প্রতি তাঁর যে কোন অনুষ্ঠানে জকিগঞ্জ-কানাইঘাটের সকল স্তরের সাংবাদিকদের আমন্ত্রণ এবং তাদের প্রতি যথাযথ সম্মান দেখাচ্ছেন। তাঁর পৃষ্ঠপোষকতায় স্থানীয় একটি সরকার অনুমোদিত প্রিন্ট পত্রিকা “জকিগঞ্জ সংবাদ” নিয়মিত প্রকাশিত হচ্ছে। সম্পূর্ণ নিঃস্বার্থভাবে এ পত্রিকার প্রকাশনা তিনি চালিয়ে যাচ্ছেন। এবারের বিপিএল শুরুর কিছুদিন পূর্বে ফাহিম আল্ চৌধুরীকে সিলেট টাইটান্সের উপদেষ্টা করা হয়। এরপর থেকেই তিনি পুরো সিলেট জুড়ে ব্যাপক আলোচনায় চলে এসেছেন।
তাঁর প্রসঙ্গে জানতে জকিগঞ্জ-কানাইঘাটের একাধিক শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে জিজ্ঞাসা করলে সবাই জানান, ফাহিম আল্ চৌধুরী নিজের ব্যক্তি উদ্যোগে এ পর্যন্ত এলাকার জন্য যা করেছেন এবং যা করে যাচ্ছেন তা বিরল। এখন পর্যন্ত এ অঞ্চলে যারাই এমপি হয়েছেন বা এবার এমপি হতে মনোনয়ন দাখিল করেছেন, তাদের কেউই নিজের ব্যক্তিগতভাবে এলাকার জন্য এত অর্থ ব্যায় করেননি। তাঁরা ফাহিম আল্ চৌধুরীকে নিজ এলাকার রত্ন ও কৃতি সন্তান দাবী করে বলেন-এমন মনমানসিকতার মানুষ যখন জকিগঞ্জ-কানাইঘাটের নেতৃত্বে আসবেন, তখনই এগিয়ে যাবে এই অঞ্চলের মানুষের জীবন মান ও উন্নয়ন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট