সিলেট এম.এ.জি. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো বিএনপি নেতাকর্মী ও নিজ এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সহ-সভাপতি, সিলেট-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী প্রফেসর এম.ফরিদ উদ্দিন।
রোববার (৫ জানুয়ারী) সকাল ১০টায় তিনি লল্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌঁছান। এ সময় তার নির্বাচনী এলাকার হাজারো মানুষের ভালোবাসায় তিনি সিক্ত হন। বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস চৌধুরী (শায়েস্তা মিয়া), কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আজিজুর রহমানসহ কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এ সময় ভিআইপি লাউঞ্জে নেতৃবৃন্দ, প্রফেসর এম ফরিদ উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিশাল গাড়ি বহর নিয়ে প্রফেসর এম ফরিদ উদ্দিন তার নির্বাচনী এলাকা কানাইঘাটে আসেন। বেলা ১টার দিকে তিনি কানাইঘাট দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসায় শায়িত উপ-মহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন হযরত মুশাহিদ বায়মপুরীর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তিনি কানাইঘাট পৌরসভাস্থ ইসলামিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধণা অনুষ্টানে বক্তব্য রাখেন। বক্তব্যকালে তিনি বিগত আওয়ামীলীগ সরকারের দুঃশাষনের নানা চিত্র তুলে ধরে বলেন প্রিয় জন্মভুমি বাংলাদেশকে আবারো নতুন করে সাজাতে হবে। সেই লক্ষে দেশ নায়ক তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নে আমাদের সকলে কাজ করতে হবে।
Leave a Reply