1. admin@zakiganjsangbad.com : admin :
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জকিগঞ্জে গত সাপ্তাহে একাধিক সড়ক দূর্ঘটনা: নিহত নেই. আহত অনেকেই জকিগঞ্জে প্রবাসী’র বাড়িতে চুরি সিলেট ল কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হলেন জকিগঞ্জের শোয়েব জকিগঞ্জে বীরশ্রীতে আলোর পথে সমাজ কল্যানসংস্থার কমিটি গঠন কানাইঘাট বিএনপি’র জনসভায় আরব আমিরাত বিএনপি’র আহবায়ক জাকির হোসাইন সংবর্ধিত জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়– প্যারিসে চাকসু মামুন জকিগঞ্জের আটগ্রাম খেয়াঘাট ইজারাদারের বিরুদ্ধে মানববন্ধন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পুননির্মাণ কাজে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের এক কোটি টাকা অনুদান প্রদানের আশ্বাস শতবর্ষের ইতিহাসকে লালন করে সবাইকে জমিয়তের পতাকা তলে আসতে হবে–আল্লামা উবায়দুল্লাহ ফারুক জকিগঞ্জ যুবদলের কর্মীসভায় এড. মোমিন-তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে

সিলেট ল কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হলেন জকিগঞ্জের শোয়েব

মোহাম্মদ মাহবুবুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট ল কলেজ শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে বিপূল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন জকিগঞ্জের মোঃ আব্দুল আহাদ (শোয়েব)। বুধবার (১৩ আগস্ট) কলেজ অডিটোরিয়ামে কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তিনি নির্বাচিত হন। কাউন্সিলে ৮৭ জন ভোটারের মধ্যে ৮০ জন ভোট প্রদান করেন। সেখানে ৫১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল আহাদ শোয়েব। সভাপতি পদে তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী ১৫ ভোট, আব্দুল মুকিত জাহাঙ্গীর ১৪ ভোট পেয়েছেন।
জানা যায়, মোঃ আব্দুল আহাদ শোয়েব জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্গত জামুরাইল গ্রামের আলতাফ হোসেন ও ছালেহা বেগমের ছেলে। তিনি জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জে অবস্থিত গোলাম মোস্তফা চৌধুরী একাডেমী থেকে ২০১০ সালে এসএসসি, সিলেট সরকারি কলেজ থেকে ২০১২ সালে এইচএসসি, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০১৬ সালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স শেষে সিলেট ল কলেজে (আইন মহাবিদ্যালয়) বর্তমানে অধ্যয়নরত আছেন। তিনি ২০১০ সালে এসএসসি পাশের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সিলেট সরকারি কলেজ থেকে ছাত্র রাজনীতি শুরু করেন। দীর্ঘ কয়েক বছর ছাত্রদলের রাজনীতি’র সাথে জড়িত থাকলেও ২০১৭ সালে তিনি জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মনোনীত হন। এরপর থেকে তিনি আর কোন পদপদবী না পেলেও শেষ পর্যন্ত সিলেট ল কলেজ ছাত্রদলের কাউন্সিলে তাকে বিপুল ভোটে নির্বাচিত করেন কাউন্সিলররা।
এদিকে সভাপতি হিসাবে নির্বাচিত হয়ে মোঃ আব্দুল আহাদ শোয়েব আল্লাহ পাকের শোকর আদায় করে সহকর্মী, সহযোদ্ধা, নিজ এলাকা জকিগঞ্জের মানুষ এবং বিভিন্ন এলাকা থেকে আগত ভোটারসহ যে বা যারা তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ ও সিলেট ল কলেজ ছাত্রদলের সাংগঠনিক টিমকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সারাজীবন সবার ভালোবাসা ও এই আত্মিক সম্পর্কের প্রতি দায়বদ্ধ ও ঋণী হয়ে থাকবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি জানান, জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিকে আরও গতিশীল করতে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা ও অঙ্গীকার নিয়ে কাজ করে যাবেন। তার এই পথচলায় সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা চালিকাশক্তি হয়ে থাকবে বলেও অভিমত ব্যক্ত করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন পর সরাসরি ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেয়েছে সিলেট ল কলেজ ছাত্রদল। কাউন্সিল হওয়াতে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করেছিল।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
জকিগঞ্জ সংবাদ-এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
প্রতিষ্ঠাতা: রহমত আলী হেলালী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট